Katwa Body: রেললাইনের পিছনের রাস্তা দিয়ে লোকই কমই যায়, অন্ধকারে এক দৃশ্য দেখেই সটান থানায় ফোন
Katwa Body: কাটোয়ার রেলস্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম লাগোয়া রেলের পুকুরে সোমবার সকালে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
কাটোয়া: পরনে একটা হাফ প্যান্ট। আর শার্ট। শরীরের কিছু অংশের মাংস গলে গিয়েছে। জলাশয়ের পাশে পড়েছিল দেহটা। দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। চাঞ্চল্য ছড়ায় কাটোয়া স্টেশন এলাকায়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এখনও পর্যন্ত দেহটি শণাক্তকরণ করা সম্ভব হয়নি।
কাটোয়ার রেলস্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম লাগোয়া রেলের পুকুরে সোমবার সকালে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা প্রথমে পুলিশকে খবর দেয়। কাটোয়া থানার পুলিশ গিয়ে জল থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। দেহটি ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানাচ্ছে, শরীরে পচন ধরেছে। ফলে দেহটি শণাক্ত করা সম্ভব হচ্ছে না। দেহটি আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেহটির ছবি তুলে আশপাশের থানাগুলিতে পাঠানো হয়েছে। সেখান থেকেও খোঁজ নেওয়া হয়েছে। এলাকার বাসিন্দারা মৃতদেহটি কার বুঝতে পারছেন না। স্থানীয় বাসিন্দারা বলছেন, কাটোয়া বাসস্ট্যান্ড থেকে এই পথ ধরে খুব তাড়াতাড়ি রেলস্টেশন যাওয়া যায়। অনুমান কোনও ব্যক্তি হয়ত এই পথ ধরে স্টেশন যাওয়ার সময় অসাবধানতায় জলাশয়ে পড়ে গিয়ে থাকতে পারেন। কাটোয়া পুলিশ মৃতদেহের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা দেখে লোকটা চিনতে পারছি না। মুখটাও ভাল করে বুঝতে পারছি না। দেহটা উপুড় করে ফেলা ছিল। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা পুলিশ দেখবে।” প্রাথমিকভাবে পুলিশ মনে করছে দুর্ঘটনাবশত বিষয়টা হতে পারে। কিন্তু এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, খুন করে দেহে ফেলে রাখা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।