Katwa: নেতাজি এসেছিলেন কাটোয়ার মুখুজ্জ্যে বাড়িতে, সেই অতীতই এখনও অস্মিতা এ পরিবারের

Katwa: বহু পুরনো বাড়ি। কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গিয়েছে ঠিকই। তবে পরিবারের লোকেরা অতি যত্নে রেখেছেন গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নেতাজির নিজের হাতে লেখা চিঠিখানি। যে চিঠির প্রতি ছত্রে লেখা দেশমাতৃকাকে ব্রিটিশদের হাত থেকে উদ্ধারের মন্ত্র।

Katwa: নেতাজি এসেছিলেন কাটোয়ার মুখুজ্জ্যে বাড়িতে, সেই অতীতই এখনও অস্মিতা এ পরিবারের
এই বাড়িতেই এসেছিলেন সুভাষচন্দ্র বোস। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2024 | 7:25 AM

কাটোয়া: এ বাড়িতে এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। থেকেছেন দু’ রাত তিন দিন। নেতাজির সেই আগমন আজও কাটোয়া শহরের বারোয়ারি তলার মুখুজ্জে বাড়ি ভোলেনি। এ যেন তাদের অস্মিতা। বারোয়ারিতলায় স্বাধীনতা সংগ্রামী গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি। সেখানেই এসেছিলেন নেতাজি। লোহার ঘোরানো সিঁড়ি বেয়ে নেতাজির উপরের ঘরে যাওয়া, আরাম কেদারায় বিশ্রাম নেওয়া, থাকা-খাওয়া আরও বহু স্মৃতি এখনও বয়ে চলেছে এ বাড়ির পুরনো ঘর দেওয়াল চৌহদ্দি।

বহু পুরনো বাড়ি। কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গিয়েছে ঠিকই। তবে পরিবারের লোকেরা অতি যত্নে রেখেছেন গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নেতাজির নিজের হাতে লেখা চিঠিখানি। যে চিঠির প্রতি ছত্রে লেখা দেশমাতৃকাকে ব্রিটিশদের হাত থেকে উদ্ধারের মন্ত্র।

১৯৩১ সালের ২৯ ডিসেম্বর। কাটোয়ায় এসেছিলেন নেতাজি। ৩১ ডিসেম্বর সেখান থেকে ফেরেন। এই তিনটে দিন এ পরিবারের কাছে আজীবনের সম্পদ। যে লোহার সিঁড়ি বেয়ে নেতাজি উপরতলার ঘরে ওঠেন, সে সিঁড়িতে এখন মরচে ধরেছে। তবু নিয়ম করে তা যত্ন করেন বাড়ির লোকেরা। যত্নে রাখা নেতাজি যেসমস্ত আসবাব ব্য়বহার করেছিলেন। একবার নেতাজির ভাইপো শিশির বসুও এসেছিলেন এ বাড়িতে।

পরিবারের সদস্য রঘুনাথ মুখোপাধ্যায় বলেন, “কাটোয়া মহকুমা কিন্তু সে সময় স্বাধীনতা সংগ্রামীদের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। মেদিনীপুরের পরই কাটোয়ার নাম ছিল। সেইসব স্বাধীনতা সংগ্রামীদের উদ্দীপ্ত করতে নেতাজি এসেছিলেন। আমার দাদু ছিলেন গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমাদের বাড়িতেও আসেন উনি। দু’দিন ছিলেন।” তিনি জানান, ২৩ জানুয়ারি প্রতি বছর তাঁরা পতাকা উত্তোলন করেন। নেতাজির প্রতি শ্রদ্ধা জানান এইভাবেই।