Burdwan: পরেশের বাড়ির সামনে পড়ল পোস্টার, শুরু রাজনৈতিক হইচই

Burdwan: পোস্টারে লেখা 'এলাকার ট্যাপকলগুলিতে দীর্ঘদিন ধরে জল নেই৷ কাউন্সিলর ও চেয়ারম্যান জবাব দাও।' এই পোস্টার নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে শহরে। স্বাভাবিকভাবেই সরব হয়েছে বিরোধী দলগুলি।

Burdwan: পরেশের বাড়ির সামনে পড়ল পোস্টার, শুরু রাজনৈতিক হইচই
পরেশের বাড়ির সামনে পোস্টারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2024 | 4:17 PM

বর্ধমান:  বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকারের বাড়ির কাছেই পানীয় জলের দাবিতে পড়ল পোস্টার। মঙ্গলবার সকালে বর্ধমান পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে দুটি পোস্টার দেখা যায়৷ ওই ওয়ার্ডেরই কাউন্সিলর পুরপ্রধান পরেশ সরকার। তাঁর বাড়ির উল্টোদিকে এবং একটু দূরে একটি পাঁচিলে কে বা কারা ওই পোস্টার লাগিয়ে দিয়েছেন। পোস্টারে লেখা ‘এলাকার ট্যাপকলগুলিতে দীর্ঘদিন ধরে জল নেই৷ কাউন্সিলর ও চেয়ারম্যান জবাব দাও।’ এই পোস্টার নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে শহরে। স্বাভাবিকভাবেই সরব হয়েছে বিরোধী দলগুলি।

রাজ্য কংগ্রেসের সদস্য গৌরব সমাদ্দার বলেন, “পুরসভার চেয়ারম্যান এখন উৎসব নিয়ে ব্যস্ত। তার এলাকায় মানুষ জল পাচ্ছেন না। এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না।”

সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলী সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় বলেন,  “শুধু ওই ওয়ার্ড কেন অনেক জায়গাতেই একই অবস্থা। তাছাড়া রাস্তা খারাপ। সব পরিষেবাই চরম খারাপ।”

এই নিয়ে পুরসভার চেয়ারম্যান পরেশ সরকারের জবাব, “এই প্রচার সত্যের ধারেকাছেও নেই। সিপিএম এই অপপ্রচার করছে।” তাঁর বক্তব্য, গোটা বর্ধমান শহরে ট্যাপ কানেকশন রয়েছে। তাছাড়াও এলাকাবাসীদের দাবি মত এবছর বিভিন্ন ওয়ার্ডে একশোটার মত টিউবওয়েল বসানো হয়েছে। বাকি সবার নিজস্ব পাম্প আছে। তবে তিনি এটাও স্বীকার করেছেন, কিছু যান্ত্রিক কারণে গোটা শহরেই জলের গতি অনেক কম। তিনি আশ্বাস দেন, প্রকল্পের কাজ চলছে। ছত্রিশ হাজার কানেকশন হয়ে গেছে। বাকিরাও পাবেন। খুব তাড়াতাড়ি এই কাজ হয়ে যাবে। প্রকল্প শেষ হলে আগামী ৫০ বছর শহরে আর জলের অভাব থাকবে না বলেও দাবি করেছেন তিনি।