Vande Bharat Express: দুর্ঘটনায় ভেঙেই গেল ট্রেনের একাংশ, সাতসকালে বর্ধমানে বড়সড় বিপত্তির মুখে বন্দে ভারত এক্সপ্রেস

Vande Bharat Express: ৮.৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে  আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কীভাবে পা দানি ভাঙল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, কোনও কারণে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই একাধিক কামরার সিঁড়ি ভেঙে যায়।

Vande Bharat Express: দুর্ঘটনায় ভেঙেই গেল ট্রেনের একাংশ, সাতসকালে বর্ধমানে বড়সড় বিপত্তির মুখে বন্দে ভারত এক্সপ্রেস
বন্দে ভারত এক্সপ্রেস (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 6:14 PM

বর্ধমান:  ব্রেক ফাস্ট ট্রেন থেকে দেওয়া হয়েছে। যাত্রীরা খাবার সেরেছেন সবে। কেউ জানালার কাচ থেকে বাইরের দৃশ্য দেখছেন। আচমকাই একটা বিকট শব্দ। যাত্রীদের কারোর কারোর কথায়, সে শব্দটা কিছু ঘষটে যাওয়ার মতো। কানে তালা লেগে যাওয়ার মতো অস্বস্তিকর শব্দ। কয়েক সেকেন্ডের একটা বিষয়। তারপর ভীষণ জোরে একটা ঝাঁকুনি। সজোরে ব্রেক কষে তখন দাঁড়িয়ে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। প্রথমটায় যাত্রীরা কিছুই বুঝে উঠতে পারেননি। ভাবছিলেন কী হল! পিছনের কামরা থেকে তখন চিৎকার চেঁচামেচি। গার্ড তখন ট্রেন থেকে নেমে দেখা শুরু করেছেন। বোঝা যায় বিপত্তিটা ঠিক কোথায়? ট্রেনের পা দানি, অনেকগুলো কামরার পা দানির নীচের অংশ একেবাবে ভেঙে ঝুলছে।

প্ল্যাটফর্মে ঢোকার মুখেই ধাক্কা লেগে যায় কোনওভাবে। ভেঙে যায় ট্রেনের একাধিক পা দানি। ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে।  এক ঘণ্টারও বেশি সময় ধরে স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। চরম ভোগান্তিতে যাত্রীরা।  বর্ধমানের ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। রেলসূত্রে জানা গিয়েছে,  বর্ধমান রামপুরহাট লুপ লাইনের ভেদিয়া স্টেশনে ৭.৩৫ বন্দেভারত এক্সপ্রেস ঢোকে। কিন্তু দেখা যায়, ট্রেনের একাধিক কামরার পা দানি ঢেকে গিয়েছে। ৮.৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে  আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কীভাবে পা দানি ভাঙল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, কোনও কারণে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই একাধিক কামরার সিঁড়ি ভেঙে যায়।

রেল কর্মীরা মেরামতির কাজ করেন। তবে এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এখনও পর্যন্ত রেলের উচ্চ পদস্থ কর্তাদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।