মত্ত মামার হাত থেকে মামীকে রক্ষা করতে গিয়ে লোহার বাঁটের আঘাত! মর্মান্তিক পরিণতি
Katwa: পুরনো বিষয়টি নিয়ে ফের বিবাদ শুরু হয়। মাঝে চলে আসেন মামী।
কাটোয়া: মত্ত অবস্থায় মামীকে প্রতিদিন অত্যাচার করতেন মামা। সেটা মেনে নিতে পারেননি ভাগ্নে। মামীকে বাঁচাতে মত্ত মামাকেই খুনের অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাটোয়ার দেয়াসিন গ্রামে। মৃতের নাম অরিন্দম মাঝি (৪৫)J
জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে দীর্ঘ দিনের পারিবারিক বিবাদ ছিল মামা ভাগ্নের। মামা অরবিন্দ মাঝির সঙ্গে ভাগ্নে রাহুল ঘোরুই আগে থেকেই বিBবাদমান ছিলেন। গত রবিবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন অরিন্দম।
পুরনো বিষয়টি নিয়ে ফের বিবাদ শুরু হয়। মাঝে চলে আসেন মামী। অভিযোগ, অরিন্দম এর আগেও তাঁর স্ত্রীকে মারধর করেছেন। তাঁকে বাধা দিয়েও বিশেষ লাভ হয়নি। আবারও রবিবার সন্ধ্যায় একই কাজ করেন তিনি। তখন মাঝে চলে আসেন রাহুল। প্রথমে মামাকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ হয়নি।
দুজনের মধ্যে বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, বচসা চলাকালীনই লোহার কলের হ্যান্ডেল তুলে এনে মামার মাথায় আঘাত করেন রাহুল। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অরিন্দম। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেশীরা জানাচ্ছেন, “জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা আগে থেকেই ছিল। রবিবার আবার মাথাচাড়া দিয়ে ওঠে। আমরা সামলানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু রাগের বশেই এমনটা হয়ে গেল।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, একটা খুনের অভিযোগ হয়েছে। একজনকে আটক করা হয়েছে। পারিবারিক বিবাদ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। আরও পড়ুন: ত্রিপল টাঙানো ঘুপচিতে টর্চের আলোয় কাজ সারছিলেন! সব পোল খুলে গেল তৃণমূল নেতার…