Katwa: ডিভোর্সের মামলা চলছে, আদালতেই স্বামীর এক থাপ্পড়, স্ত্রী লুটিয়ে পড়লেন মাটিতে, অতঃপর…

Katwa: কাটোয়া থানার মুলটি গ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক রহমান সেখের সঙ্গে কেতুগ্রাম থানার কলু-মোরগ্রামের বাসিন্দা সুপ্রিয়া পারভিনের বছর ছয়েক আগে বিয়ে হয়েছিল। পারিবারিক অশান্তির জেরে রহমানের বিরুদ্ধে দু'বছর আগে কাটোয়া থানায় বধূ নির্যাতনের মামলা দায়ের করেন সুপ্রিয়া পারভিন

Katwa: ডিভোর্সের মামলা চলছে, আদালতেই স্বামীর এক থাপ্পড়, স্ত্রী লুটিয়ে পড়লেন মাটিতে, অতঃপর...
আদালত চত্বরেই ভয়ঙ্কর ঘটনাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 4:25 PM

কাটোয়া: আদালত চত্বরে স্ত্রীর উপর হামলা। ভরা আদালত চত্বরে স্ত্রীকে চড়-মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত রমজান সেখ নামে ওই যুবক আটক করেছে পুলিশ। আহত স্ত্রী সুপ্রিয়া পারভিনকে পুলিশ উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করিয়েছে। ঘটনাটি ঘটেছে কাটোয়া মহকুমা আদালতের দ্বিতীয় মুন্সেফ এজলাসের সামনে।

কাটোয়া থানার মুলটি গ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক রহমান সেখের সঙ্গে কেতুগ্রাম থানার কলু-মোরগ্রামের বাসিন্দা সুপ্রিয়া পারভিনের বছর ছয়েক আগে বিয়ে হয়েছিল। পারিবারিক অশান্তির জেরে রহমানের বিরুদ্ধে দু’বছর আগে কাটোয়া থানায় বধূ নির্যাতনের মামলা দায়ের করেন সুপ্রিয়া পারভিন। বধূ নির্যাতনের মামলার সোমবার আদালতে হাজিরা দিতে গিয়ে দু’পক্ষই বাদানুবাদে জড়িয়ে পড়েন।

অভিযোগ, কথা কাটাকাটির মাঝে আচমকাই রহমান সেখ তাঁর স্ত্রীকে চড় মারেন। সুপ্রিয়া পারভিন অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যান।  তারপরও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। আদালত চত্বরে উপস্থিত বাকিরা রহমানকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় পুলিশে। কর্তব্যরত পুলিশ রমজানকে আটক করে।

আত্মীয়দের সাহায্যে পুলিশ সুপ্রিয়া পারভিনকে চিকিৎসার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। যদিও অভিযুক্ত রহমান শেখ ও তাঁর আত্মীয়রা সুপ্রিয়াকে মারধরের কথা অস্বীকার করেন। রহমানের দাবি, “আমাদের ঝামেলা হয়েছিল ঠিকই। কিন্তু কোনও মারধর করিনি।”