Calcutta High Court: CID তদন্তে অগ্রগতি নেই, ৭ মাস ধরে নিখোঁজ নাবালিকার খোঁজ করবে CBI, নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court: গত ৯ অগস্ট সন্ধ্যা ৬টা নাগাদ টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল ওই নাবালিকা। তারপর থেকে তার আর কোনও খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। প্রায় এক সপ্তাহের বেশি খোঁজাখুঁজির পরেও মেয়ের খোঁজ না পেয়ে সোজা স্থানীয় থানার দ্বারস্থ হন নাবালিকার মা।
রায়না: ৭ মাস ধরে নিখোঁজ নাবালিকা। পুলিশ কিছু করতে না পারায় শেষে ১৫ জানুয়ারি সিআইডি তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সিআইডি এখনও পর্যন্ত কয়েকজনকে শুধু জেরা করেছে বলে জানা যাচ্ছে। কিন্তু, তদন্তে বিশেষ অগ্রগতি না হওয়ায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। এদিকে মেয়েকে না মেয়ে শোকে পাথর পূর্ব বর্ধমানের রায়নার ওই নাবালিকার পরিবারের লোকজন। শেষ পর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশে খুশি সকলেই।
সূত্রের খবর, গত ৯ অগস্ট সন্ধ্যা ৬টা নাগাদ টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল ওই নাবালিকা। তারপর থেকে তার আর কোনও খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। প্রায় এক সপ্তাহের বেশি খোঁজাখুঁজির পরেও মেয়ের খোঁজ না পেয়ে সোজা স্থানীয় থানার দ্বারস্থ হন নাবালিকার মা। অপহরণের কথাও শোনা যায়। ১৭ তারিখ থেকে তদন্ত শুরু করে পুলিশ। এদিকে অপহরণকারীদের কঠোর শাস্তির দাবিতে ১২ অক্টোবর রায়না থানার শ্যামসুন্দর বাজার মোড় অবরোধও করে স্থানীয় বাসিন্দারা। এলাকায় বাড়তে থাকে ক্ষোভের আঁচ।
সূত্রের খবর, পুলিশের হাতে মামলা থাকাকালীন দু’জন গ্রেফতারও হয়েছিল। কিন্তু, ৯০ মধ্যে চার্জশিট না দেওয়ায় জামিন পেয়ে যায় ধৃতেরা। এবার সেই মামলা গেল সিবিআইয়ের হাতে। আগামী ১৩ মার্চ পরিবর্তী শুনানিতে সিবিআইকে তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে। এসেছে সেই নির্দেশও। সিবিআই তদন্তের নির্দেশে খুশি নাবালিকার মা। তিনি বলছেন, “অনেক খুঁজেছি। মেয়ের কোনও খোঁজ পাইনি। আমি চাই আমার মেয়েকে ফিরে পেতে। সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ায় খুশি আমাদের প্রতিবেশীরাও।”