Murder: ‘মেয়েটা বলেছিল MA পড়ব, নিজের পায়ে দাঁড়াব, তারপর বিয়ে দিও’
Bardhaman: মৃতার বাবা সুকান্ত হাঁসদা এদিন নান্দুর গ্রামে দাঁড়িয়ে বলেন,"যেভাবে মেয়ে পড়েছিল তাতে এই খুন একার কাজ নয় ৷ তাই তাদের সবাইকে ধরতে হবে। শাস্তি দিতে হবে।" এছাড়াও তিনি জানান,"মেয়ের ফোন তো আমরা পাইনি। ওটা পেলে আরও কিছু জানা যেত।"
পূর্ব বর্ধমান: মেয়েদের রাত দখলের রাতে বর্ধমানে ‘খুন’ হয় এক তরুণী। পূর্ব বর্ধমানের নান্দুরের ঘটনায়। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত অজয় টুডু। তবে তাঁর গ্রেফতারিতেও খুশি নয় মৃতার পরিবার। তাঁদের অনুমান,এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে।
মৃতার বাবা সুকান্ত হাঁসদা এদিন নান্দুর গ্রামে দাঁড়িয়ে বলেন,”যেভাবে মেয়ে পড়েছিল তাতে এই খুন একার কাজ নয় ৷ তাই তাদের সবাইকে ধরতে হবে। শাস্তি দিতে হবে।” এছাড়াও তিনি জানান,”মেয়ের ফোন তো আমরা পাইনি। ওটা পেলে আরও কিছু জানা যেত।” একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে তিনি বলেন, “পুলিশের ঢিলেমি ছিল। চাপা দিতে চাইছে মনে হয়েছিল।তাই সিবিআই চেয়ে আবেদন করেছিলাম।”
মেয়ের মা কাজল হাঁসদা তিনি এদিন বলেন, “অজয়কে কোনওদিন দেখিনি। নাম শুনিনি। কীভাবে এতবড় ঘটনা ঘটল তা জানতে চাই।” তিনি আরও বলেন, “মেয়ে বলত নিজের পায়ে দাঁড়াব। এমএ শেষ করব। তারপর আমায় বিয়ে দিও।”