Electrocuted in Burdwan: তখনও ছটফট করছে একজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু খোদ দফতরের কর্মীর

Electrocuted in Burdwan: বারবার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটছে রাজ্যে। এবার মৃত্যু হল খোদ বিদ্যুৎ কর্মীর।

Electrocuted in Burdwan: তখনও ছটফট করছে একজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু খোদ দফতরের কর্মীর
কাজ করার সময়েই মৃত্যু
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2022 | 11:28 AM

পূর্ব বর্ধমান : রাজ্যে ফের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু একজনের। বিদ্যুৎ দফতরেরই এক ঠিকা কর্মীর মৃত্যু হল বর্ধমানে। আশঙ্কাজনক অবস্থায় আর এক ঠিকা কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব বর্ধমানের গলসি থানার খানোপুল এলাকার ঘটনা। মৃত ঠিকা কর্মীর নাম সনৎ বাগদী। সুমন বাগদী নামে আহত ঠিকাকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েক মাসে এ রাজ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। কখনও জমা জলে থাকা তার, আবার কখনও ট্রান্সফর্মার থেকে ঝুলতে থাকা তারে মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এবার খোদ বিদ্যুৎ দফতরের কর্মীরই মৃত্যু হল।

খানোপুলের কাছে মাঠের মধ্যে থাকা একটি ইলেকট্রিক পোস্টে কাজ করছিলেন দুই কর্মী। আচমকা তাঁরা বিদ্যুপৃষ্ট হন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎবাহী পোলের তারেই ঝুলতে দেখা যায় দুজনকে। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ তাঁদের উদ্ধার করে পুরষা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সনৎ বাগদীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে সুমন বাগদী নামে আর এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

কী ভাবে ঘটল এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত করে দেখছে গলসি থানার পুলিশ। স্থানীয় এক বাসিন্দা শিবাজী সাউ জানান, মঙ্গলবার সকাল থেকেই কাজ চলছিল ওই পোলটিতে। আচমকা তাঁরা এসে দেখেন, তার থেকে ঝুলছেন দুজন। গ্রামের বাসিন্দারাই পুলিশকে খবর দেন। এরপর দুজনকে উদ্ধার করা হয়। গ্রামেরই আর এক বাসিন্দা আকবর আলি জানান, যখন বিষয়টি তাঁদের নজরে এসেছে, তখনও একজন ঝুলন্ত অবস্থায় ছটফট করছিলেন।

বৃষ্টির মরশুমে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে কিছুদিন আগে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছেন,  বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হবে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারে না।