Corona Vaccine: বুস্টার ডোজ় নিয়েও গন্ডগোল তৃণমূলের মধ্যে, দলের একাংশের অভিযোগ টোকেন নিয়ে হচ্ছে দুর্নীতি

Purba Bardhaman: পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের শশীনাড়া গ্রামের ঘটনা। সেখানে সোমবার বুস্টার ডোজ়ের কর্মসূচি ছিল।

Corona Vaccine: বুস্টার ডোজ় নিয়েও গন্ডগোল তৃণমূলের মধ্যে, দলের একাংশের অভিযোগ টোকেন নিয়ে হচ্ছে দুর্নীতি
তৃণমূলে উত্তেজনা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2022 | 3:30 PM

মেমারি: ভ্যাকসিনের বুস্টার ডোজ়ের টোকেন নিয়ে দুর্নীতি। অভিযোগ খোদ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।

পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের শশীনাড়া গ্রামের ঘটনা। সেখানে সোমবার বুস্টার ডোজ়ের কর্মসূচি ছিল। টোকেনের বিনিময়ে এই বুস্টার দেওয়ার হচ্ছে বলে জানতেন এলাকাবাসী। তবে বিতর্ক শুরু হয় তখন, যখন জানতে পারা যায় একমাত্র গ্রাম প্রধানের অনুগত সদস্যরাই সেই টোকেন পাচ্ছেন। আর এই অভিযোগ তুলেছেন খোদ পঞ্চায়েত সদস্য।

জানা গিয়েছে, শশীনাড়া গ্রামে দু’টি সংসদ, দু’টি সংসদের দুই সদস্য। এক সদস্য সবিতাব্রত চট্টপাধ্যায়ের অনুগামীরা টোকেন পেয়ে ভ্যাকসিন নিতে পারছেন। অপর সদস্য ছবি বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ তিনি এই টোকেন সংক্রান্ত কোনও খবরই পাচ্ছেন না।

ছবি বন্দ্যোপাধ্যায়ের দাবি, বুস্টার ডোজ়ের জন্য টোকেন দেওয়া হয়েছে তা তিনি জানতেন না। এ বিষয়টি তাঁকে জানানো হয়নি। কিন্তু ওই গ্রামেরই অন্য এক সদস্য তাঁর অনুগত লোকদের টোকেন বিলি করেছেন। তাই সাধারণ মানুষ এই বুস্টার ডোজ় থেকে বঞ্চিত হচ্ছেন। সোমবার ছবি বন্দ্যোপাধ্যায় তাঁর কয়েকজন অনুগামী বাগিলা গ্রাম পঞ্চায়েতের ভিতরে এবং বাইরে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান। প্রধানের এমনকী গ্রাম প্রধানের পদত্যাগের দাবি করেন।

যদিও, এ বিষয়ে বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল জানান, ‘প্রত্যেক সদস্যকেই ভ্যাকসিনের কুপন দেওয়া হয়েছে। ছবি বন্দ্যোপাধ্যায়কেও একাধিক বার কুপন নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি আসেননি। পঞ্চায়েতেও তিনি খুব বেশি আসেন না। এভাবে বিক্ষোভ না দেখালেও পারতেন। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সবিতাব্রত চট্টোপাধ্যায় জানান, ‘ওনাকে বেশ কয়েকবার জানানো সত্বেও উনি কুপন নিতে আসেনি। বাধ্য হয়েই আমাকে কুপন বিলি করতে হয়েছে। উনি মানুষের সঙ্গে থাকেন না। উদ্দ্যেশপ্রণোদিত ভাবে আমাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। ভ্যাকসিন নষ্ট হোক এমনটা কাম্য নয়।’ উল্টে ছবি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিষ্কৃয়তার অভিযোগ তোলেন সবিতাব্রত বাবু।’ উনি এলাকায় থাকেন না, মানুষ কোনও বিষয়ে সই করাতে গেলে ওনাকে পান না। উনি বিক্ষোভ করলো কি না করলো এই নিয়ে কোনও মন্তব্য করব না।’

এ বিষয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র অভিযোগ করে বলে, ‘মোদীজী ভ্যাকসিন দিচ্ছেন, অথচ সেই ভ্যাকসিন সুশৃঙ্খল ভাবে দিতে এই সরকার ব্যর্থ। তৃণমূলে স্বজন পোষণ, দুর্নীতি থাকবেই আজকের ভ্যাকসিন নিয়ে শশীনাড়া গ্রামের ঘটনা তার প্রমাণ।’

এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান,  ‘ভ্যাকসিনে বুস্টার ডোজ় সকলের জন্য। এটা সকলকেই পেতে হবে।বিষয়টি কী হয়েছে খোঁজ নিয়ে দেখবো।’