Police Car Accident: ব্রিজে ওঠার মুখেই মুখোমুখি ধাক্কা, বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পুলিশের গাড়ি, ভিতরে দলা পাকিয়ে গেল পুলিশের শরীর

Police Car Accident: প্রত্যক্ষদর্শী মহম্মদ দিবার সেখ বয়ান অনুযায়ী, সোমবার ভোর পাঁচটা নাগাদ পুলিশের গাড়িটি ব্রিজের নীচ থেকে উঠছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসটির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল।

Police Car Accident: ব্রিজে ওঠার মুখেই মুখোমুখি ধাক্কা, বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পুলিশের গাড়ি, ভিতরে দলা পাকিয়ে গেল পুলিশের শরীর
দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 10:48 AM

পূর্ব বর্ধমান: ভোরের আলো তখনও স্পষ্ট হয়নি। টহল শেষ করে থানায় ফিরছিল পুলিশের গাড়ি। ব্রিজের নীচ থেকে উঠছিল। আর ব্রিজের ওপর দিয়ে ঝড়ের গতিতে আসছিল যাত্রীবাহী বাস। ব্রিজে ওঠার মুখেই মুখোমুখি সংঘর্ষ দুই গাড়ির। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পুলিশের গাড়ির চালকের। আহত পুলিশের এক এএসআই, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার। পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার ইলামবাজার গুসকরা রোডের বাগড়াই ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে উদ্ধার করে বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত চালক বিশ্বনাথ মুর্মু। আহত তিন জনের নাম কমলেশ সিং, শ্রীকান্ত সিনহা, আশিস প্রামাণিক।

প্রত্যক্ষদর্শী মহম্মদ দিবার সেখ বয়ান অনুযায়ী, সোমবার ভোর পাঁচটা নাগাদ পুলিশের গাড়িটি ব্রিজের নীচ থেকে উঠছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসটির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল। সামনে পুলিশের গাড়ি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশের গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের গাড়ি দুমড়ে মুছড়ে যায়। গাড়ির চালকের মৃত্যু হয় দুর্ঘটনাস্থলেই। গাড়ির ভিতরে আটকে পড়েছিলেন এক পুলিশ অফিসার ও দুই কর্মী। তাঁদের মাথায় ও ঘাড়ে গুরুতর চোট লাগে। তাঁদের বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বামচাঁদাইপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি মোরবাঁধের দিক থেকে গুসকরার দিকে যাচ্ছিল বলে জানা যাচ্ছে। পুলিশের গাড়িটি পেট্রলিংয়ে বেরিয়েছিল।

অন্যদিকে, সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার ভবানীপুর মাঠপাড়া এলাকায় সরকারি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মোটরবাইক আরোহীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাশাই সেখ। নাশাইয়ের বাড়ি কান্দির গোকর্ণ চাটরা গ্রামে। ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা সরকারি গাড়িতে আগুন লাগিয়ে দেয়।