Primary TET Katwa: মাঝপথেই খারাপ হয়ে গেল প্রশ্নপত্র বোঝাই গাড়ি, টেট পরীক্ষার দিন এ এক অন্য বিভ্রাট
Primary TET Katwa: টেটের প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় গাড়ি বিভ্রাট হল। বর্ধমানের টেজারি থেকে হাটগোবিন্দপুরের কলেজের টেট সেন্টারে প্রশ্নপত্রের বাক্স চাপানোর পর গাড়ি খারাপ হয়ে যায়।
পূর্ব বর্ধমান: নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য। তার মধ্যেই পাঁচ বছর পর রাজ্যে প্রাথমিকের টেট (TET) পরীক্ষা। পর্ষদ ও রাজ্য সরকারের তরফে কড়া পদক্ষেপ করা হয়েছে। তবুও তারই মাঝে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। টেটের প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় গাড়ি বিভ্রাট হল। বর্ধমানের টেজারি থেকে হাটগোবিন্দপুরের কলেজের টেট সেন্টারে প্রশ্নপত্রের বাক্স চাপানোর পর গাড়ি খারাপ হয়ে যায়। তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে অন্য গাড়ির ব্যবস্থা করা হয়।
এবারে প্রাথমিকের টেট পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন। সঙ্গে থাকছেন তাঁদের অভিভাবকরাও। ফলে সকাল থেকেই এদিনের রাস্তায় প্রায় ১০ লক্ষ মানুষের ভিড়। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, তার জন্য সকাল থেকে কড়া নজরদারি রেখেছে প্রশাসন। তারপরও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেই যাচ্ছে। যেমন একটা বড় ঘটনা, পরীক্ষাকেন্দ্রের ভুল ঠিকানা। সল্টলেকের (Salt Lake) লবণ হ্রদ বিদ্যাপীঠে রয়েছে টেট পরীক্ষাকেন্দ্র। ঠিকানা সল্টলেকের এডি ব্লকে। কিন্তু অ্যাডমিট কার্ডে সেটি উল্লেখ করা হয়েছে, বিডি ব্লক। দূর থেকে আসা পরীক্ষার্থীদের জন্য সমস্যা তৈরি হয়। নির্দিষ্ট সময়ে তাঁরা পৌঁছতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন। সঠিক ঠিকানা জেনে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান তাঁরা।