Raju Jha Murder Case: রাজু ঝা খুনে গ্রেফতার আরও ২, ভিন রাজ্যে পাড়ি দিয়ে বাগে আনল সিট
Raju Jha: এই নিয়ে রাজু ঝা খুনের ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হল। এর আগে পানাগড় থেকে গ্রেফতার করা হয়েছিল অভিজিৎ মণ্ডল নামে এক অভিযুক্তকে। রাজু ঝা খুনের ঘটনায় ১৯ দিন পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল সিট।
বর্ধমান: কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনের (Raju Jha Murder Case) ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করল সিট। ধৃতদের নাম ইন্দ্রজিৎ গিরি ও লালবাবু কুমার ওরফে লালপ্রসাদ যাদব। এই দুইজন অভিযুক্তকেই ঝাড়খণ্ডের রাঁচি থেকে পাকড়াও করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয় এবং তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত এই দুইজন ব্যক্তিই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। উল্লেখ্য, এই নিয়ে রাজু ঝা খুনের ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হল। এর আগে পানাগড় থেকে গ্রেফতার করা হয়েছিল অভিজিৎ মণ্ডল নামে এক অভিযুক্তকে। রাজু ঝা খুনের ঘটনায় ১৯ দিন পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল সিট।
রাজু ঝা খুনের ঘটনায় অভিযুক্তদের ভিন রাজ্যে পালিয়ে গিয়ে গা ঢাকা দেওয়ার একটি সম্ভাবনার তত্ত্ব অনেকদিন আগে থেকেই উঠে আসছিল। গোটা ঘটনার তদন্তের জন্য গঠিত হয়েছিল ১২ সদস্যের এক বিশেষ তদন্তকারী দল। সেই সিটের সদস্যরা বিহার, ঝাড়খণ্ডের মতো পড়শি রাজ্যগুলিতেও পারি দিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। রাজু ঝা খুনে হাজারিবাগ সংশোধনাগারে গিয়ে এক কুখ্যাত গ্যাংস্টারকেও জিজ্ঞাসাবাদ করেছিলেনন তদন্তকারীরা অফিসাররা। এবার সেই ঝাড়খণ্ডের রাঁচি থেকেই সিটের সদস্যদের হাতে ধরা পড়ল দুই অভিযুক্ত। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই অভিযুক্তের সেদিন সন্ধের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যোগ থাকতে পারে।
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিল ১ এপ্রিল। শক্তিগড়ের ল্যাংচা হাবের কাছে ভরসন্ধেয় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছিল কয়লা ব্যবসায়ী রাজু ঝার। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও অনেক আগেই হাতে আসে তদন্তকারী অফিসারদের। সেই খুনের ঘটনার ১ মাস পেরিয়ে আরও দুইজনকে গ্রেফতার করল সিট।