Father Abuse Daughter: কলকাতায় কাজে আসে মা, সৎ বাবা দিনের পর দিন ‘ধর্ষণ’ করল নাবালিকা মেয়েকে
Minor Abused: নাবালিকার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ।
কালনা: নাবালিকাকে ভয় দেখিয়ে দীর্ঘ দিন ধরে ধর্ষণের অভিযোগ। অভিযোগ নাবালিকার সৎ বাবার বিরুদ্ধে। নাবালিকার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। রবিবার পাঠানো হয় কালনা আদালতে। বিচারক অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ দেন। কালনা থানার অন্তর্গত বাঘনাপাড়া এলাকায় ঘটেছে এই ঘটনা।
নাবালিকার মা কাজের সূত্রে প্রতিদিন বাগনাপাড়া থেকে কলকাতা যাতায়াত করেন। এই সুযোগে তাঁর মেয়েকে দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে তাঁর স্বামী ধর্ষণ করত বলে অভিযোগ নির্যাতিতার মায়ের। অভিযোগ, ঘটনার কথা কাউকে বললে নাবালিকাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল অভিযুক্ত।
নির্যাতিতার মা জানিয়েছেন, গত পরশু মেয়ের অসংলগ্ন কথায় তাঁর সন্দেহ হয়। তখন তিনি মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখনই ওই নির্যাতিতা নাবালিকা তাঁর মাকে সব ঘটনার কথা জানান। সৎ বাবার হাতে কী ভাবে তিনি দিনের পর দিন নির্যাতিত হয়েছে সে কথাও জানিয়েছে নাবালিকা। এর পরই নির্যাতিতা নাবালিকার মা কালনা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই কালনা থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ব্যক্তিকে। তার পর তাঁকে আদালতে তোলা হলে পুলিশ জেল হেফাজতের নির্দেশ দেয়।
নির্যাতিতার মা বলেছেন, “আমার স্বামী মারা যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে বিয়ে করেছি। মেয়েকে নিয়ে এক সঙ্গেই থাকতাম আমরা। আমি বাইরে কাজে যায়। সেই সুযোগে মেয়ের উপর নির্যাতন করেছে। তিন মাস ধরে এ রকম অসভ্যতা করে যাচ্ছিল। আমি জানতেও পারিনি। আজ জানতে পারলাম। তার পরই পুলিশে অভিযোগ করেছি।”