Purba Bardhaman: বাড়িতে না থাকাই হল কাল, খোয়া গেল নগদ প্রায় ৫০ হাজার টাকা
Theft: বাড়ির মালিক জানান, তার বাড়ির আলমারি ভেঙে নগদ পঞ্চাশ হাজার টাকা ও বেশ কিছু সোনার গহনা চুরি করেছে দুস্কৃতীরা।
বর্ধমান: ফের বর্ধমান শহরে চুরি। বাড়িতে না থাকার সুযোগে ভরসন্ধ্যায় দরজার তালা ভেঙে গৃহস্থের বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বাড়ির আলমারি ভেঙে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ সোনাদানা চুরি করে চম্পট দেয় তারা। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার নজরুল পল্লীতে শনিবার ঘটনাটি ঘটে । বাড়ির মালিক মহম্মদ সফিউল্লাহ শুক্রবার বিকেল থেকে বাড়িতে ছিলেন না। পরিবারের অন্যান্য সদস্যরাও কেউ বাড়িতে ছিলেন না। সেই সুযোগ দুষ্কৃতীরা তার বাড়ির তালা ভেঙে ঘরের ভিতরে ঢোকে বলে জানান সফিউল্লাহ।
এরপর শনিবার সন্ধ্যায় তিনি যখন বাড়ি ফেরেন তখন দেখেন দু’জন দুষ্কৃতী বাড়ির ভিতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তিনি দুষ্কৃতীদের ধরার জন্য চিৎকার করতেই চম্পট দেয় তারা। বাড়ির মালিক জানান, তার বাড়ির আলমারি ভেঙে নগদ পঞ্চাশ হাজার টাকা ও বেশ কিছু সোনার গহনা চুরি করেছে দুস্কৃতীরা।
ঘটনার বিষয়ে বর্ধমান থানায় জানানো হয়েছে বলে জানান সফিউল্লাহ। পুলিশ তদন্ত করে দোষীদের ধরার ব্যবস্থা করুক বলে দাবিও জানিয়েছেন তিনি। পাশাপাশি বর্ধমান পৌরসভার পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন উঠছে। তাঁর অভিযোগ, বাড়ির সামনের এলাকা দীর্ঘদিন ধরে অন্ধকার। লাইট পোস্ট থাকেও লাভ নেই। কারণ তাতে আলো জ্বলে না। পৌরসভার কাছে প্রায় একবছর ধরে আবেদন জানানো হলেও পৌরসভা লাইটের ব্যবস্থা করেনি। এলাকায় আলো থাকলে দুষ্কৃতীরা এত সহজে বাড়ির তালা ভেঙে চুরি করার সাহস পেত না।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে চুরির ঘটনা ঘটে। ভর সন্ধেয় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার বড়াইল এলাকার ওই বাড়ির বাসিন্দা মানিক বিশ্বাস। তার বাড়ির লকার ভেঙে লক্ষাধিক টাকার গহনা সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটে। যার .কারণে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মানিক বাবুর অনুপস্থিতিতে তার বাড়িতে এদিন চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থানে আসে বংশীহারী থানার পুলিশ
জানা গিয়েছে, এই দিন গৃহকর্তী বীথিকা বিশ্বাস সন্ধে নাগাদ আনুমানিক সাড়ে সাতটা হবে, সেই সময় তার মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে বাড়ি ফেরেন। প্রতিদিনের মতো গতকালও তার অন্যথা হয়নি। তবে বাড়ির কাছে আসতেই চক্ষু-চড়কগাছ হয় তার। বীথিকা দেবী দেখেন লোহার মেইন গেট রয়েছে ভাঙা।
তৎক্ষনাত বাড়িতে ঢুকতেই দেখতে পান এক চোর বাড়ির সমস্ত চুরি করার সামগ্রী গুছিয়ে নিচ্ছে। পাশাপাশি আলমারির লকার ভাঙা। এছাড়াও অন্যান্য সমস্ত আসবাবপত্র এলোমেলো। কিছু বুঝে ওঠার আগেই গৃহকর্তী ও তার মেয়েকে ধাক্কা দিয়ে চম্পট দেয় ওই চোর।
আরও পড়ুন: Bangladesh Navy: চিন থেকে আর নয়! ব্রিটেন থেকে অত্যাধুনিক পাঁচটি যুদ্ধজাহাজ কিনছে বাংলাদেশ