Raju Jha Murder: একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি রাজুকে, TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ CCTV ফুটেজ
Murder Case: একজন হলুদ জামা পরা যুবক এগিয়ে এলেন সাদা এসইউভি গাড়িটির সামনে, যে গাড়িতে ছিলেন রাজু ঝা। গাড়ির সামনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে গুলি করে বেরিয়ে গেলেন তিনি।
#WatchNow: রেইকি করার পর গাড়ির একেবারে সামনে থেকে গুলি, রাজু ঝা খুনের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ TV9 বাংলার হাতে।
WATCH LIVE: https://t.co/gXqO63jjzL #RajuJha | #ShaktigarhMurder | #CCTV pic.twitter.com/GdfaOUqDNg
— TV9 Bangla (@Tv9_Bangla) April 10, 2023
বর্ধমান পুলিশ সুপারের নেতৃত্বে রাজ্য পুলিশের সিট রাজু ঝা খুনের তদন্ত করছে। ১ এপ্রিলের এই ঘটনায় ১০ এপ্রিল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তারা। বরং ঘটনা ঘিরে আবর্তিত হয়েছে নতুন নতুন প্রশ্ন। ঘটনার দিন রাজু ঝায়ের সঙ্গে ছিলেন গাড়ির চালক নূর হাসান, রাজুর সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায় এবং আব্দুল লতিফ। এই ঘটনার পর একদিনই থানায় হাজিরা দিয়েছিলেন নূর ও ব্রতীন। এরপর তাঁরা কোথায়, এখনও কেউ জানে না। আর থানায় যাতায়াতও দেখা যায়নি তাঁদের।
অন্যদিকে আব্দুল লতিফ, যিনি গরু পাচার মামলায় সিবিআইয়ের স্ক্যানারে, সেই লতিফ এই ঘটনার পর থেকে ‘উধাও’। কোথায় আছেন, এখনও খোঁজ নেই। অথচ কিছুদিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছিল, ঘটনাস্থলে আব্দুল লতিফ। ওই সাদা গাড়ির সামনে ঘুরছিলেন তিনি। এবার আরও এক ভিডিয়ো ঘিরে নতুন করে তোলপাড় শুরু। এই ভিডিয়ো স্পষ্ট করছে, গোটা ঘটনা অত্যন্ত পরিকল্পিত।
শুধু গুলি চালানোই নয়, মৃত্যু নিশ্চিত করতে আরও একবার ঘুরে আসেন ওই আততায়ী। পূর্ব পরিকল্পনা ছাড়া এ সম্ভব নয়। আরও একটি বিষয় স্পষ্ট, এই খুনের ‘বরাত’ কতটা গুরুত্বপূর্ণ ছিল ওই আততায়ীর জন্যও। সে কারণে ভরা সন্ধ্যায় এমন এলাকায় গুলি চালিয়ে আবারও ঘুরে আসেন মৃত্যু নিশ্চিত করতে।