Raju Jha Murder: একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি রাজুকে, TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ CCTV ফুটেজ

Murder Case: একজন হলুদ জামা পরা যুবক এগিয়ে এলেন সাদা এসইউভি গাড়িটির সামনে, যে গাড়িতে ছিলেন রাজু ঝা। গাড়ির সামনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে গুলি করে বেরিয়ে গেলেন তিনি।

Raju Jha Murder: একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি রাজুকে, TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ CCTV ফুটেজ
একেবারে সামনে চলে যান এই ব্যক্তি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 7:43 PM

শক্তিগড়: ১ এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গুলি করে খুন করা হয় কয়লার কারবারি রাজেশ ওরফে রাজু ঝাকে। অভিযোগ, ল্যাংচা হাবের সামনে একেবারে সামনে থেকে গুলি করা হয়েছিল তাঁকে। এবার সামনে এলো একটি সিসিটিভি ফুটেজ । সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। তবে সেখানে দেখা যাচ্ছে, একজন হলুদ জামা পরা যুবক এগিয়ে এলেন সাদা এসইউভি গাড়িটির সামনে, যে গাড়িতে ছিলেন রাজু ঝা। গাড়ির সামনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে গুলি চালালেন। এরপরই বেরিয়ে গেলেন ঘটনাস্থল থেকে।  যাওয়ার পথে একবার তাঁর হাত থেকে বন্দুকটি পড়ে যায়। তুলে নিয়ে আবারও সেই সাদা গাড়ির সামনে যান। আবারও তাক করেন বন্দুক। মনে করা হচ্ছে, মৃত্য়ু নিশ্চিত করতেই ঘুরে আসেন ওই যুবক। সামনে তখন একজন মুড়ি বিক্রেতা। আরও দু’জন দাঁড়িয়ে। সকলেই একেবারে নিরুত্তাপ। এই ভিডিয়ো নতুন করে উস্কে দিচ্ছে একাধিক প্রশ্ন। বিশেষ করে মুড়ি বিক্রেতার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সকলে ছোটাছুটি শুরু করলেও ঠায় দাঁড়িয়ে তিনি। আরও একজন সেসময় ঘটনাস্থলে ছিলেন আকাশি জামা পরা। তিনিও নিরুত্তাপ হয়েই দাঁড়িয়ে ছিলেন সেখানে। যদিও এরপর তাঁকে আর দেখা যায়নি।

বর্ধমান পুলিশ সুপারের নেতৃত্বে রাজ্য পুলিশের সিট রাজু ঝা খুনের তদন্ত করছে। ১ এপ্রিলের এই ঘটনায় ১০ এপ্রিল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তারা। বরং ঘটনা ঘিরে আবর্তিত হয়েছে নতুন নতুন প্রশ্ন। ঘটনার দিন রাজু ঝায়ের সঙ্গে ছিলেন গাড়ির চালক নূর হাসান, রাজুর সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায় এবং আব্দুল লতিফ। এই ঘটনার পর একদিনই থানায় হাজিরা দিয়েছিলেন নূর ও ব্রতীন। এরপর তাঁরা কোথায়, এখনও কেউ জানে না। আর থানায় যাতায়াতও দেখা যায়নি তাঁদের।

অন্যদিকে আব্দুল লতিফ, যিনি গরু পাচার মামলায় সিবিআইয়ের স্ক্যানারে, সেই লতিফ এই ঘটনার পর থেকে ‘উধাও’। কোথায় আছেন, এখনও খোঁজ নেই। অথচ কিছুদিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছিল, ঘটনাস্থলে আব্দুল লতিফ। ওই সাদা গাড়ির সামনে ঘুরছিলেন তিনি। এবার আরও এক ভিডিয়ো ঘিরে নতুন করে তোলপাড় শুরু। এই ভিডিয়ো স্পষ্ট করছে, গোটা ঘটনা অত্যন্ত পরিকল্পিত।

শুধু গুলি চালানোই নয়, মৃত্যু নিশ্চিত করতে আরও একবার ঘুরে আসেন ওই আততায়ী। পূর্ব পরিকল্পনা ছাড়া এ সম্ভব নয়। আরও একটি বিষয় স্পষ্ট, এই খুনের ‘বরাত’ কতটা গুরুত্বপূর্ণ ছিল ওই আততায়ীর জন্যও। সে কারণে ভরা সন্ধ্যায় এমন এলাকায় গুলি চালিয়ে আবারও ঘুরে আসেন মৃত্যু নিশ্চিত করতে।