West Bengal Panchayat Election 2023: ভোট শেষের পর ব্যালট বাক্স নিয়ে পালিয়ে গেল CPM-BJP, গাড়ি নিয়ে পিছনে ধাওয়া তৃণমূলের

West Bengal Panchayat Election 2023: ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির নিমো ২ নম্বর পঞ্চায়েতের দেহুরাতে। অভিযোগ, সেখানে বিজেপি ও সিপিএমন কর্মীরা ব্যালট বাক্সই গাড়িতে তুলে পালিয়ে যায়। তাঁদের আটকাতে আবার পিছনে ছোটে তৃণমূলের গাড়িও।

West Bengal Panchayat Election 2023: ভোট শেষের পর ব্যালট বাক্স নিয়ে পালিয়ে গেল CPM-BJP, গাড়ি নিয়ে পিছনে ধাওয়া তৃণমূলের
উত্তেজনা মেমারিতেImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 9:18 AM

মেমারি: ভোট শেষের পরও অশান্তি অব্যাহত পূর্ব বর্ধমানের মেমারিতে। সেখানে আবার ব্যালট বাক্স অন্য গাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ সিপিএম ও বিজেপি-র বিরুদ্ধে। পিছনে আবার ধাওয়া করল তৃণমূল।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির নিমো ২ নম্বর পঞ্চায়েতের দেহুরাতে। অভিযোগ, সেখানে বিজেপি ও সিপিএম-এর কর্মীরা ব্যালট বাক্সই গাড়িতে তুলে পালিয়ে যায়। তাঁদের আটকাতে আবার পিছনে ছোটে তৃণমূলের গাড়িও। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। পাশের বুথগুলিতে ভোটকর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান তাঁরা। পরে রাত দশটা নাগাদ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে ভোট কর্মীদের উদ্ধার করে।

এ দিকে, এই ঘটনায় ওই বুথে পুনরায় নির্বাচনের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে সেক্টর অফিসার বলেন, “পাঁচটায় ভোট শেষ হয়। ওরা আমাদের সেক্টরকে জানিয়েছিল যে ভোট শেষ হয়ে গিয়েছে। সেই মতো আমরা বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে ওই বুথে আসি। কিন্তু জানতে পারি পুলিশ সেক্টর থেকে আগেই গাড়ি এসে ব্যালট বাক্স তুলে নিয়ে গিয়েছে। পরে গোটা বিষয়টি খোলাসা হল” বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, “সকাল থএকে শান্তিপূর্ণ ভোট হল। কিন্তু ভোট শেষের পর সিপিএম প্রার্থী ও তাঁর লোকজন অশান্তি তৈরি করে। গাড়িতে ব্যালট বাক্স তুলে নিয়ে চলে যায়। ওর পিছু পিছু আবার তৃণমূল ধাওয়া করে।”