Road Safety: কাদামাখা ট্রাক্টর বিপদ বাড়াচ্ছে, মালিকদের দিয়েই রাস্তা পরিষ্কার করাল পুলিশ
Purba Burdwan: ভাতার থানার ওসি অরুণ কুমার সোম জানিয়েছেন, রাস্তায় কাদার কারণে যে কোনও সময়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। গাড়ির মালিকদের বারবার সচেতন করা হলেও তাঁরা কোনও উদ্যোগ গ্রহণ করেননি। অবশেষে বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়।
পূর্ব বর্ধমান: কথায় কাজ হয়নি। তাই কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় পূর্ব বর্ধমানের (Purba Burdwan) ভাতার থানার পুলিশ। গাড়ির মালিকদের দিয়ে কাদা ভরা রাস্তা পরিষ্কার করাল পুলিশই। বহু আবেদন নিবেদনেও মেলেনি ছাড়। ভাতার থানা এলাকায় রাস্তার উপর মেশিনের চাকায় উঠে আসা কাদা গাড়ির মালিকদের দিয়েই পরিষ্কার করাল পুলিশ। বোরো মরসুমে ধান কাটার কাজের ব্যবহৃত হচ্ছে হারভেস্টার মেশিন। ট্রাক্টর ও হারভেস্টারের চাকায় জমি থেকে উঠে আসছে কাদা। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তাও কর্দমাক্ত হচ্ছে। ফলে বৃষ্টি হলে বড়সড় বিপত্তির আশঙ্কাও থাকছে। গত বছর রাস্তার উপর পড়ে থাকা কাদায় পিছলে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ভাতারের এক ব্যক্তি। ছোট গাড়ি ও যাত্রীবাহী বাসও দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া মুশকিল হয়ে পড়েছিল। তবে এবার যাতে তার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য তৎপর ভাতার থানার পুলিশ।
বেশ কয়েকদিন আগে ভাতার থানার পুলিশের উদ্যোগে ভাতারের বিভিন্ন প্রান্তে মাইকিং করে সচেতনতার বার্তা দেওয়া হয় কৃষক ও গাড়ির মালিকদের। জমিতে কাদামাখা চাকা পরিষ্কারের পরেই রাস্তায় গাড়ি তোলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পুলিশের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে গাড়ির মালিকরা গাড়ির চাকায় লাগা কাদা পরিষ্কার না করেই অবাধে রাস্তার উপর গাড়ি নিয়ে যাতায়াত করছিলেন।
বর্ধমান কাটোয়া রোড-সহ ভাতারের বিভিন্ন এলাকায় রাস্তায় কাদা শুকিয়ে থাকতে দেখা যায়। পুলিশের নজরে আসতেই কড়া পদক্ষেপ গ্রহণ করে ভাতার থানার পুলিশ। বিভিন্ন রাস্তায় ট্রাক্টর ও হারভেস্টার মেশিনগুলি আটক করা হয়। রাস্তায় কাদা পরিষ্কার করার পরই গাড়িগুলিকে ছাড়া হয়। স্থানীয়দের দাবি, রাস্তায় যেভাবে কাদা পড়ে আছে তাতে দুর্ঘটনার কবলে পড়ে মানুষের প্রাণ যেতে পারে। তাই সমস্ত গাড়ি মালিকদের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
ভাতার থানার ওসি অরুণ কুমার সোম জানিয়েছেন, রাস্তায় কাদার কারণে যে কোনও সময়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। গাড়ির মালিকদের বারবার সচেতন করা হলেও তাঁরা কোনও উদ্যোগ গ্রহণ করেননি। অবশেষে বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়। তারপরই বর্ধমান কাটোয়া রোডের এবং ভাতারের আমারুণ থেকে ভাতার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা পর্যন্ত রাস্তার কাদা পরিষ্কার করানো হয়।
ট্রাক্টর মালিক শেখ সইফুল বলেন, “শ্রমিক দিয়ে রাস্তার কাদা পরিষ্কার করে দিচ্ছি। আমার মতো সকলে যদি শ্রমিক দিয়ে রাস্তা পরিষ্কার করান তবে রাস্তাও বিপদমুক্ত থাকবে। দুর্ঘটনাও হবে না।” জানা গিয়েছে, আগামিদিনে পুলিশি নির্দেশ অমান্য হলে আরও কড়া হবে ভাতার থানা পুলিশ। ভাতার থানার পুলিশের এই কড়া ব্যবস্থায় খুশি সাধারণ মানুষ।