TMC MLA Controversy: ‘নোবেলে রবীন্দ্রনাথের অপমান, তাই বাংলার ছেলেরা চুরি করে নিয়েছে’, তৃণমূল বিধায়ক বলেন কী?
Purba Burdwan: একজন বিধায়কের এই ধরনের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধায়কের মুখে এ ধরনের কথা কতটা প্রত্যাশিত, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।
একইসঙ্গে তৃণমূল বিধায়কের দাবি, “সিবিআইকে বলা হয়েছে আপনাদের সমস্ত তথ্য আমাদের দিন। আমরা সেটা বার করার চেষ্টা করব। আর সবক্ষেত্রে বিজেপি কর্মীরা সিবিআই সিবিআই করে লাফাচ্ছেন। একটা ফয়সলা হয় না সিবিআইকে দিয়ে। বরং সকলে রবীন্দ্রনাথকে জানুক, রবীন্দ্রনাথকে চিনুক। রবীন্দ্রনাথকে না জানলে কিচ্ছু করার নেই।”
একজন বিধায়কের এই ধরনের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধায়কের মুখে এ ধরনের কথা কতটা প্রত্যাশিত, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের কথায়, “ভাতার বিধানসভার একজন সম্মানিত বিধায়ক উনি। তাঁর কোনও কথা বলার আগে ভাবনাচিন্তা করে বলা উচিৎ। উনি বলছেন রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়া যথাযথ হয়নি। এ কথা বলার উনি কে? তারপর আবার বলছেন, নোবেল যারা চুরি করেছে তারা বাংলার ছেলে। এটাই বা উনি কী করে জানলেন? এ ধরনের কথা বলার ধৃষ্টতা উনি পান কোথা থেকে।”
তৃণমূল বিধায়কের এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “আমি তো বলেইছিলাম তৃণমূল কংগ্রেস এই নোবেল চুরির সঙ্গে যুক্ত। আজকে ভাতারের বিধায়কের মুখ দিয়ে সেই সত্যি কথাটা ঘুরে ফিরে বেরিয়ে এল। দ্বিতীয়ত, তৃণমূল যে রবীন্দ্রনাথকে সম্মান দেয় না, এটাও তার প্রমাণ। ভাতারের বিধায়ক যেভাবে রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্রনাথকে নোবেল দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন আমি মনে করি এতে তৃণমূলের রবীন্দ্রনাথ সম্পর্কে আসল ভাবনা সামনে চলে এল।”