মুখ্যমন্ত্রীর সভা থেকে বাড়ি ফেরার পথে উল্টে গেল গাড়ি! মৃত ১, আহত ২২
মেদিনীপুর: মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভা থেকে বাড়ি ফেরার পথে উল্টে গেল তৃণমূল (TMC) সমর্থকদের গাড়ি। যার ফলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। অন্য এক ব্যক্তিও আশঙ্কাজনক। মোট আহত হয়েছেন ২০ থেকে ২২ জন। যার মধ্যে গুরুতর জখম ৬ জন। প্রত্যেকেই সরিষাখোলা গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata […]
মেদিনীপুর: মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভা থেকে বাড়ি ফেরার পথে উল্টে গেল তৃণমূল (TMC) সমর্থকদের গাড়ি। যার ফলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। অন্য এক ব্যক্তিও আশঙ্কাজনক। মোট আহত হয়েছেন ২০ থেকে ২২ জন। যার মধ্যে গুরুতর জখম ৬ জন। প্রত্যেকেই সরিষাখোলা গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা শেষ হয় বেলা আড়াইটে নাগাদ। তারপর পিকআপ ভ্যানে কেশপুর ব্লকের সরিষাখোলা গ্রামের দিকে রওনা দেন তৃণমূল সমর্থকরা। কিন্তু আমরাকুচি এলাকায় উল্টে যায় গাড়িটি। ফলে আহত হন ২০-২২ জন তৃণমূল সমর্থক। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে প্রাণ হারান এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন। হাসপাতাল সূত্রে খবর ২ জনকে কলকাতার কোনও হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। যার মধ্যে একজন হাতে গুরুতর আঘাত পেয়েছেন ।
আরও পড়ুন: যতই সরকার ভাঙার চেষ্টা করুক, ২০২১ আমাদের: মমতা
ঘটনাস্থলে রয়েছেন সংশ্লিষ্ট অঞ্চলের বিধায়ক শিউলি সাহা। তিনি আশ্বস্ত করেছেন, যেহেতু দলীয় কর্মসূচিতে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাই সব রকম সহায়তা করবে দল।