Hilsa Fish in Digha: দিঘায় উঠল ২৫ টন ইলিশ, আরও হোক ইলশেগুঁড়ি, ঝাঁকে ঝাঁকে রুপোলি শস্য পেয়ে বলছেন মৎস্যজীবীরা
Hilsa Fish in Digha: পুবালি হাওয়া ও ঝিরঝির বৃষ্টির কারণে এই মুহূর্তে দিঘা মোহনায় ইলিশ আসার অনুকূল পরিস্থিতি হয়েছে বলে মনে করছেন দিঘা ফিশারম্যান ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস।
দিঘা: বর্ষার শুরু থেকেই বঙ্গোপসাগরে দাপিয়ে বেড়াচ্ছে ইলিশের (Hilsa Fish) দল। ঝাঁকে ঝাঁকে ইলিশ প্রায়শই উঠতে দেখা যাচ্ছিল কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমার জেলেদের জালে। এবার মুখে হাসি ফুটল দিঘার জেলেদের মুখেও। জানা গিয়েছে, এদিন দিঘার মোহনা থেকে ২৫ টনের মতো ইলিশ উঠেছে জেলেদের জালে। এক একটি ইলিশের ওজন ১ কিলো থেকে দেড় কিলোর আশপাশে। দাম কিলো প্রতি ৮০০ থেকে ৯০০ টাকার আশপাশে। রয়েছে ৪০০, ৫০০ গ্রামের ছোট ইলিশও। যা বিক্রি হচ্ছে আবার ৫০০ থেকে ৬০০ টাকা কিলো দরে।
পুবালি হাওয়া ও ঝিরঝির বৃষ্টির কারণে এই মুহূর্তে দিঘা মোহনায় ইলিশ আসার অনুকূল পরিস্থিতি হয়েছে বলে মনে করা হচ্ছে। সে কারণেই জেলেদের জালে প্রচুর ইলিশ উঠছে বলে জানিয়েছেন দিঘা ফিশারম্যান ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস। শীঘ্রই আরও বেশ কিছু ট্রলার ভর্তি করে মাছ আসতে চলেছে বলেও তিনি জানিয়েছেন।
জাল ভর্তি ইলিশ পেয়ে আনন্দে মাতোয়ারা দিঘার মৎস্যজীবীরাও। অনেকেই বলছেন, আরও হোক ইলশেগুঁড়ির বৃষ্টি। আরও বয়ে যাক পুবালি হওয়া। মৎস্যজীবী থেকে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলছেন, আজ তো মোটে ২৫ টন। আরও মাছ আছে সমুদ্রে থাকা অনেক ট্রলারেই। সেগুলি ঘরে ফিরলেই বাজার ছেয়ে যাবে রুপোলি শস্যে। জোগান বেশি থাকায় দামও খানিকটা কমতে পারে। অন্যদিকে মাছ ধরতে ইতিমধ্যেই আবার বেশ কয়েকশো ট্রলার দিঘা মোহনায় ঢুকেছে বলে খবর।