Digha: মুহূর্তের অসতর্কতা, আচমকা ঢেউয়ের ধাক্কায় দিঘার সমুদ্রে তলিয়ে গেল ঝাড়খণ্ডের কিশোর
Old Digha: এদিন দুপুরে পরিবারের সঙ্গেই ওল্ড দিঘার সমুদ্রে স্নান করতে নেমেছিল ওই কিশোর। তখন সমুদ্রে ভাটা চলছিল। প্রথমে বাবার সঙ্গেই স্নান করছিল। কিন্তু কিছুসময় পরে বাবার হাত ছেড়ে সমুদ্রে কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করে প্রিন্স।
দিঘা: দিঘায় (Digha) ঘুরতে এসে সমুদ্র তলিয়ে গেল ঝাড়খণ্ডের কিশোর (Teenager drown)। বছর চোদ্দর ওই কিশোরের নাম প্রিন্স রাজ। বাড়ি ঝাড়খণ্ডের গিরিডি জেলার মধুবনে। আজই বাবা-মায়ের সঙ্গে দিঘায় ঘুরতে এসেছিল। সোমবার সকালে মোট ৮ জনের একটি দল আসে দিঘায় আসে। সেই দলের সঙ্গেই ছিল প্রিন্স। দুপুরে আড়াইটে নাগাদ ওল্ড দিঘার সমুদ্রে স্নান করতে নামে বাকিদের সঙ্গে। আর তখনই ঘটে বিপত্তি। স্নান করতে নেমে সমুদ্রে তলিয়ে গেল প্রিন্স। খবর পেয়ে সঙ্গে সঙ্গে কিশোরকে উদ্ধারের কাজে নামে নুলিয়া। পুলিশও স্পিড বোট নিয়ে কিশোরের খোঁজ শুরু করে। কিন্তু এদিন সন্ধে পর্যন্ত প্রিন্সের কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই পুলিশ জানিয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন দুপুরে পরিবারের সঙ্গেই ওল্ড দিঘার সমুদ্রে স্নান করতে নেমেছিল ওই কিশোর। তখন সমুদ্রে ভাটা চলছিল। প্রথমে বাবার সঙ্গেই স্নান করছিল। কিন্তু কিছুসময় পরে বাবার হাত ছেড়ে সমুদ্রে কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করে প্রিন্স। তখনই আচমকা একটি ঢেউয়ের ধাক্কা সামাল দিতে না পেরে তলিয়ে যায় কিশোর। সঙ্গে সঙ্গে ওল্ড দিঘায় সমুদ্রের ধারে থাকা নুলিয়ারা উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পৌঁছয় দিঘা মোহনা উপকূল থানাতেও। পুলিশকর্মীরাও ওই কিশোরের খোঁজ শুরু করেন। সমুদ্রে স্পিড বোট নামিয়ে উদ্ধারকাজ শুরু হয়। দুপুর থেকে সন্ধে পর্যন্ত চলে উদ্ধারকাজ। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেলেও সমুদ্রে তলিয়ে যাওয়া ওই কিশোরের কোনও খোঁজ পাওয়া যায়নি।
ঘুরতে এসে হঠাৎ এই অঘটন। সমুদ্র সৈকতে ছুটি কাটাতে এসে ঝাড়খণ্ডের ওই পরিবারে এখন নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ১৪ বছর বয়সেই কিশোরের সঙ্গে এই অঘটন কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার ও আত্মীয় পরিজনরা। এর আগে গতমাসেই পুরীর সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন হাওড়া দুই পর্যটক। বাবা-ছেলে একসঙ্গে তলিয়ে গিয়েছিলেন সমুদ্রে।