Abhishek Banerjee in Haldia: বিচারব্যবস্থার ১ শতাংশ তল্পিবাহক হিসেবে কাজ করছেন, কিছু হলেই CBI: অভিষেক
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, "বিচারব্যবস্থার একজন - দুইজন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশ নিয়ে কাজ করছেন, তল্পিবাহক হিসেবে। এক শতাংশ এমন আছেন। কিছু হলেই যাঁরা সিবিআই দিয়ে দিচ্ছেন।"
তবে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য সরাসরি কারও নাম উল্লেখ করেননি। কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, বগটুইয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরে ভাদু শেখ খুনের ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলাতেও উচ্চ আদালতের নির্দেশে তদন্ত চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা। হাঁসখালির নাবালিকা নির্যাতনের ঘটনাতেও সিবিআই তদন্ত চলছে হাইকোর্টের নির্দেশে। এছাড়া, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেও সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলাগুলির বেশ কয়েকটিতে সিবিআইয়ের গোয়েন্দারা রাজ্যের একের পর এক নেতা-মন্ত্রীকে বার বার তলব করছেন। পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
রাজনৈতিক সভার মঞ্চ থেকে বিচার ব্যবস্থার ‘১ শতাংশ’-কে রাজ্যের শাসক দলের সেকেন্ড-ইন-কমান্ডের এমন নিশানা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও বিচার ব্যবস্থায় কাদের বিরুদ্ধে অভিষেকের এই অসন্তোষ, সেই বিষয়ে সরাসরি কোনও নামের উল্লেখ করেননি তিনি। তবে অভিষেকের শনিবারের এই মন্তব্য নিঃসন্দেহে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, তা বলাই যায়।
দেখুন ভিডিয়ো: