Hotels in Digha: দিঘার নোনা হাওয়ায় জমছে মধুচক্রের মধু, ৩ মহিলা গ্রেফতার এবার
Digha: দিঘা সৈকত শহরে প্রতিদিনই হাজার হাজার পর্যটক আসেন। বর্ষায় পর্যটকদের জোয়ার। বারবার অভিযোগ উঠছে, সেই পর্যটক শহরে গজিয়ে উঠছে মধুচক্রের আসর। সেই অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দিঘা থানার পুলিশ প্রশাসন।
পূর্ব মেদিনীপুর: মন্দারমণি, দিঘায় বারবার মধুচক্রের রমরমার অভিযোগ উঠছে। আবারও দিঘায় মধুচক্রের আসরে হানা দিয়ে তিন মহিলা-সহ চক্রের মূল পান্ডা ও তার সহযোগিকে গ্রেফতার করেছে দিঘা থানার পুলিশ। ওল্ড দিঘা ও নিউ দিঘার আনাচে কানাচে গড়ে উঠছে হোটেল, গেস্ট হাউজ, ভাড়ার ঘর। বহু জায়গায় ঘর ভাড়ার নামে মধুচক্রও চালানোর অভিযোগ ওঠে।
দিঘা সৈকত শহরে প্রতিদিনই হাজার হাজার পর্যটক আসেন। বর্ষায় পর্যটকদের জোয়ার। বারবার অভিযোগ উঠছে, সেই পর্যটক শহরে গজিয়ে উঠছে মধুচক্রের আসর। সেই অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দিঘা থানার পুলিশ প্রশাসন।
পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘা সীমানা এলাকায় মধুচক্রের আসরে হানা দিয়ে গ্রেফতারি চলে। এদিন কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয় ধৃতদের কিছুদিন আগেই মন্দারমণি ও দিঘা মোহানা এলাকায় মধুচক্রের আসরে হানা দিয়ে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। বেশ কয়েকটি হোটেলে হানা দিয়ে দিঘা মোহানা উপকূল থানার পুলিশ ৬ জন তরুণীকে উদ্ধার করে। আর আগে মন্দারমণি থেকে ১২ জন তরুণী উদ্ধার হয়। আবারও পুলিশি অভিযান। এবার গ্রেফতার করা হল তিন মহিলাকে।