Theft Case: নন্দীগ্রামে পোস্টঅফিসে চুরি! রাতের অন্ধকারে দরজা ভেঙে টাকা-পয়সা লুঠ

Nandigram: বেশ কিছু যন্ত্রাংশ ও নগদ টাকাও চুরি গিয়েছে বলে অভিযোগ। যদিও চুরি যাওয়া টাকার অঙ্ক এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এদিকে লোকালয়ের মধ্যে পোস্ট অফিসে এভাবে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য় ছড়িয়েছে।

Theft Case: নন্দীগ্রামে পোস্টঅফিসে চুরি! রাতের অন্ধকারে দরজা ভেঙে টাকা-পয়সা লুঠ
পোস্ট অফিসে চুরির অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 9:55 AM

নন্দীগ্রাম: চোরের উপদ্রব এবার পোস্ট অফিসেও। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক পোস্ট অফিসে এবার চুরির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম-২ ব্লকের রয়াল-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশদতলা পোস্ট অফিসে। আশদতলার বেদমন্দির সংলগ্ন এলাকায় একটি শাখা ডাকঘর রয়েছে। সেখানেই পোস্ট অফিসের তালা ভেঙে চোর ঢুকেছিল বলে অভিযোগ। বেশ কিছু যন্ত্রাংশ ও নগদ টাকাও চুরি গিয়েছে বলে অভিযোগ। যদিও চুরি যাওয়া টাকার অঙ্ক এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এদিকে লোকালয়ের মধ্যে পোস্ট অফিসে এভাবে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য় ছড়িয়েছে।

জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছিল। রাত যখন পোস্ট অফিস বন্ধ ছিল, তখন সবার নজর এড়িয়ে পোস্ট অফিসে হানা দিয়েছিল চোর। ডাকঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে চুরি করে এলাকা থেকে চম্পট দেয় বলে অভিযোগ। গতকাল যখন পোস্ট অফিসের কর্মীরা অফিস টাইমে ডাকঘরে আসেন, তখনই প্রথমে বিষয়টি নজরে আসে তাঁদের। পোস্ট অফিসে ঢুকতে গিয়ে তাঁরা দেখেন দরজা ভাঙা। এরপর ভিতরে ঢুকতেই বিষয়টি আরও স্পষ্ট হয় তাঁদের কাছে। ডাকঘরের ভিতরের মেঝেতে বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।

এরপরই পোস্ট অফিস থেকে খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানায়। সঙ্গে সঙ্গে পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করে নন্দীগ্রাম থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কে বা কারা দরজা ভেঙে পোস্ট অফিসে ঢুকেছিল, তা খুঁজে বের করার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। এদিকে আশদতলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শাখা পোস্টমাস্টার অর্পন বাঙ্গাল জানাচ্ছেন, কিছু যন্ত্রাংশ ও টাকা চুরি যাওয়ার ছাড়াও বেশ কিছু নথিপত্র ও চিঠি নষ্ট করার চেষ্টাও হয়েছে।