J P Nadda: নির্বাচনে শক্তি বাড়াতে শুভেন্দুর গড়ে জে পি নাড্ডা, তবে উপস্থিত থাকছেন না খোদ বিরোধী দলনেতা
Purba Medinipur: পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা মঙ্গল পাণ্ডে, জেলা সভাপতি সুদাম পণ্ডিত, অসীম মিশ্র সহ রাজ্য নেতৃত্বরা থাকবেন।
কাঁথি: আসন্ন পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তারপরই লোকসভা। শক্তি বাড়াচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। দু’টি নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে সংগঠনকে আরও মজবুত করতে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার রামনগরে সভা ও দলিয় বৈঠক করতে আসছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি নাড্ডা। পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা মঙ্গল পাণ্ডে, জেলা সভাপতি সুদাম পণ্ডিত, অসীম মিশ্র সহ রাজ্য নেতৃত্বরা থাকবেন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে সভা হলেও উপস্থিত থাকছেন না তিনি। গেরুয়া শিবির সূত্রে খবর, প্রচারের জন্য ত্রিপুরায় সভা রয়েছে তাঁর । যদিও শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিকে ইস্যু করে কটাক্ষ করছে তৃণমূল।
রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির রাজ্য জয়ের স্বপ্ন বাস্তবায়িত না হলেও বিজেপির এখন মুল টার্গেট আসন্ন লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রস্তুতিতে ইতিমধ্যে নেমে পড়েছে কেন্দ্রীয় শাসকদল বিজেপি। এবার দলের সংগঠনের কী হাল সে ব্যাপারে খোঁজখবর নিতে খোদ বিরোধী দলনেতার জেলায় রবিবার সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন রামনগরে একটি জনসম্পর্ক সভা করবেন তিনি। পাশাপাশি এরপর দিঘাতে দলের নেতৃত্বদের নিয়ে একটি ইনডোর বৈঠকের কথা রয়েছে তাঁর। আর এসবেরই প্রস্তুতি এখন তুঙ্গে জেলা জুড়ে। আজ ৩টে রামনগর আর এস এ ময়দানে জন সম্পর্ক সভা করবেন তিনি। মূলত ২৪-এর আগে গুটি সাজাতে এবং পঞ্চায়েত নির্বাচনে নিজেদের টার্গেট বেধে দিতে বিজেপির এই সভা।
ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে বেশ কয়েকবার সংগঠন সম্পর্কে খোঁজখবর নিতে খোঁজ জেলায় পা রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এরপর জানুয়ারি মাসেই কাঁথিতে সভা করার কথা ছিল জেপি নাড্ডার। কিন্তু পরবর্তী সময়ে তার সফর বাতিল হয়। এরপর আজ তিনি কাঁথি লোকসভার রামনগরে সভা করবেন।
বিজেপি সূত্রে খবর, নাড্ডার এই সভার অনুমতি পাওয়া গিয়েছে। বিজেপির প্রায় ৩০ হাজার লোক জমায়েতের টার্গেট রয়েছে। যার জন্য ইতিমধ্যে বুথে বুথে বিজেপির প্রস্তুতি বৈঠক চলছে গত কয়েকদিন ধরেই। আজ নাড্ডা আকাশপথে প্রথমে দিঘায় এসে উপস্থিত হবেন। সেজন্য হেলিপ্যাড ময়দান প্রস্তুত রাখা হয়েছে। এরপর সড়কপথে গাড়িতে করেই ৯ কিলোমিটার দূরে রামনগরে জনসভায় যোগ দেবেন তিনি। এখানের সভা শেষ হলেই আগামী দিনের লক্ষ্যমাত্রা বেঁধে দিতে দিঘায় বিজেপি নেতৃত্বদের নিয়ে ইনডোর বৈঠক করবেন তিনি।
তার আগে রামনগরে দফায় দফায় বিজেপির তরফ থেকে মাঠ পরিদর্শন চলছে। বিজেপির এই সভা এক প্রকার শক্তি প্রদর্শনও বলা চলে। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি অসীম মিশ্র জানান, “পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে আমাদের কর্মী সমর্থকেরা এই সভার ফলে বাড়তি অক্সিজেন পাবেন। ইতিমধ্যে সভাস্থল বেশ কয়েকবার পরিদর্শন করা হয়েছে। আকাশপথে সর্বভারতীয় সভাপতি আসবেন এবং সভা ও বৈঠক করবেন। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে এই সভা থেকে ভোকাল টনিক দেবেন মাননীয় সর্ব ভারতীয় সভাপতি নাড্ডাজি।”