Municipal Elections 2022 : বিদ্রোহের ভয়ে সাবধানী বিজেপি, লাস্ট পিরিয়ডে ঘোষণা করা হতে পারে কাঁথি পৌরসভার প্রার্থী তালিকা

BJP Candidate List : কাঁথি পৌরসভার জন্য় আজই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। প্রার্থী তালিকা নিয়ে সাবধানী বিজেপি।

Municipal Elections 2022 : বিদ্রোহের ভয়ে সাবধানী বিজেপি, লাস্ট পিরিয়ডে ঘোষণা করা হতে পারে কাঁথি পৌরসভার প্রার্থী তালিকা
ছবি নিজস্ব
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 6:35 PM

কাঁথি : সম্প্রতি র্নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গের বাকি পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ১০৮ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দু’দিন আগে ১০৮ টি পৌরসভাতেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই প্রকাশিত তালিকা নিয়ে জায়গায় জায়গায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ দেখা গিয়েছে। এই আবহেই কাঁথি পৌরসভায় প্রার্থী তালিকে ঘোষণা করতে চলেছে বিজেপি। আজই সেই তালিকা ঘোষণা করার কথা বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২১ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হচ্ছেন শুভেন্দুর ছোটো ভাই সৌমেন্দু অধিকারী।

সূত্রের খবর, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে স্বচ্ছ ভাবমূর্তিসহ তরুণ প্রজন্মকেই। একই সঙ্গে গুরুত্ব পেয়েছেন বিজেপির সক্রিয় কর্মীরা যাঁরা প্রতিনিয়ত স্থানীয়দের সঙ্গে জনসংযোগ বজায় রেখেছেন। তাঁদের নামও থাকতে পারে এই তালিকায়। শাসকদলের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ চাক্ষুষ করার পর প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে অনেক বেশি সাবধানী বিজেপি শিবির। বিজেপি সূত্রে খবর, সোমবারই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি,তমলুক,ও এগরা পুর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী ঘোষণা করবে। কাঁথি নির্বাচনে অর্থাৎ নিজের গড়ে প্রার্থী তালিকায় বড়সড় চমক রাখছে বিজেপি বলেই জানা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেছেন, “ওপর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন পরিষ্কার ভাবমূর্তি নিয়ে আমরা কাঁথি পুরসভায় ক্ষমতায় আসছি।”

কাঁথি পুরভোটে কাউন্সিলর পদ-প্রার্থী হিসেবে দেখা যেতে পারে দলের দুই বিধায়ক অরূপ দাস ও সুমিতা সিনহা এবং প্রাক্তন বিধায়ক ও ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বনশ্রী মাইতি। আরও জানা গিয়েছে, ১৩ নম্বরে আইনজীবী নিরমাল্য দাস,১১ নম্বরে বিদেশ বসু, ১৫ নম্বর ওয়ার্ডে শিউলি পণ্ডা,১৪ নম্বর ওয়ার্ডে নবীন প্রধান,১৭ নম্বর ওয়ার্ড থেকে তাপস দোলাই এবং ১৮ নম্বর ওয়ার্ডে সুশীল দাস দাঁড়াতে পারেন ভোটে। ২১ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে শুভেন্দুর ছোটো ভাই সৌমেন্দু অধিকারী। তিনি কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান। সৌমেন্দু অধিকারী আগে তৃণমূলে ছিলেন। দাদা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর পরই তিনিও বিজেপিতে যোগ দেন।

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ ঘিরে বাঁধে জল্পনা। রাজ্য জুড়ে বিক্ষোভে ফেটে পড়েন বহু তৃণমূল কর্মী সমর্থকরা। প্রার্থী পছন্দ না হওয়ায় টায়ার পুড়িয়ে আরও বিভিন্ন উপায়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিজেপি সূত্রের খবর তাঁরা নিজেদের প্রার্থী তালিকা ঘিরে এরকম পরিস্থিতি চায় না। তাই প্রার্থী তালিকা প্রকাশের আগে সময় নিয়ে বিচার বিবেচনা করা হচ্ছে।  প্রার্থী তালিকা তৈরি থাকলেও শেষ মুহূর্তের কাটা ছেঁড়া চলছে। প্রার্থী তালিকা নিয়ে অনেক বেশি সাবধানী বিজেপি।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা