BJP in Kanthi: শুভেন্দুর খাসতালুকে প্রথম বিজেপি, তৃতীয় স্থানে তৃণমূল, উচ্ছ্বসিত সৌমেন্দুরা

BJP in Kanthi: কাঁথি সাংগঠনিক জেলার একাধিক তৃণমূল নেতা এই নির্বাচনের জন্য মাঠে নেমে পড়েছিলেন।

BJP in Kanthi: শুভেন্দুর খাসতালুকে প্রথম বিজেপি, তৃতীয় স্থানে তৃণমূল, উচ্ছ্বসিত সৌমেন্দুরা
জয়ী প্রার্থীর সঙ্গে সৌমেন্দু
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 12:36 AM

কাঁথি : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের শহর কাঁথিতে মেগা জনসভার আগেই কার্যত ধাক্কা খেল তৃণমূল। প্রথম নয়, দ্বিতীয় নয়, একেবারে তৃতীয় স্থান পেল শাসক দল। তৃণমূলের দলীয় প্রতীক না থাকলেও কাঁথি সাংগঠনিক জেলার একাধিক দাপুটে তৃণমূল নেতারা মাঠে নেমে ছিলেন। কিন্তু আটকাতে পারলেন না। কাঁথি টাউন হলে শিক্ষক সংগঠনের হারের পর কাঁথি পুরসভার পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তথাকথিত বুদ্ধিজীবীদের ভোটে বিজেপি, সিপিএমের পরে তৃতীয় স্থানে থাকতে হল শাসক দল তৃণমূলকে। তা নিয়েই এবার একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি টাউন হলে শিক্ষক সংগঠন নির্বাচনে বিপুল জয় পেলেন বিজেপি সমর্থিত প্রার্থী। জয়ী প্রার্থীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন খোদ শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি সংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর খাসতালুক কাঁথিতে তাঁর সভার আগেই শিক্ষক সংগঠনের জয়কে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায় এদিন।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি টাউন হলে শিক্ষক সংগঠনের ( ট্রাস্ট) নির্বাচন ছিল এদিন। সেখানে ভোটার হিসেবে ছিলেন মোট ৩৭৫ জন শিক্ষক ও অধ্যাপক। এদিন ভোট দান করেন ৩২৯ জন শিক্ষক ও অধ্যাপক। নির্বাচনে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। কোনও দলীয় প্রতীক ছিল না। বিজেপি সমর্থিত অধ্যাপক চন্দন কুমার মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করেন, তৃণমূল সমর্থিত শিক্ষক পুষ্পেন্দু বর্মন ও সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে ছিলেন দীপক দাস। নির্বাচনকে ঘিরে কার্যত টানটান উত্তেজনা দেখা যায় এদিন।

কাঁথি সাংগঠনিক জেলার একাধিক তৃণমূল নেতা এই নির্বাচনের জন্য মাঠে নেমে পড়েছিলেন। নির্বাচনের শেষে জয়লাভ তো দূরের কথা, সিপিএমে পরে তৃতীয় স্থান পেয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থী। শিক্ষক চন্দন কুমার মণ্ডল পেয়েছেন ১৩৩ টি ভোট, শিক্ষক দীপক দাস ১১২ টি ও পুষ্পেন্দু বর্মণ ৭৯ টি ভোট পেয়েছেন।

কাঁথি টাউন হলে শিক্ষক সংগঠনের জয়ের পর কটাক্ষ করেছে বিজেপি। কাঁথি সংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র বলেন, ‘কাঁথি টাউন হলে শিক্ষক সংগঠনের নির্বাচনে তৃণমূলের গালে থাপ্পড় দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছে এবার তৃণমূল অর্থাৎ চোরদের ঠিকানা জেলে। বিজেপি বিপুল ভোটে জয়লাভ করল। এখানে তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থান পেল। কাঁথির মাটি বিজেপির মাটি, কাঁথির মাটিতে তৃণমূলের কোনও জায়গা নেই।’

পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান বলেন, ‘আমি একজন শিক্ষক হিসেবে ভোট দিতে গিয়েছিলাম। এটা কোনও দলের নির্বাচন নয়, ট্রাস্ট কমিটির নির্বাচন। এনিয়ে বিজেপি উল্লাসের কারণ দেখছি না।’