Moyna: বিজয়কৃষ্ণের দেহ সৎকারের দিনই ময়নায় উদ্ধার তাজা বোমা, চলছে রাজনীতির কাদা ছোড়াছুড়ি

Bombs in Moyna: নিহত বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া বাড়ির পার্শ্ববর্তী এলাকায় একটি পুকুর পাড়ে এই বোমাগুলি দেখতে পাওয়া যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতরও।

Moyna: বিজয়কৃষ্ণের দেহ সৎকারের দিনই ময়নায় উদ্ধার তাজা বোমা, চলছে রাজনীতির কাদা ছোড়াছুড়ি
বোমা উদ্ধার
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 11:53 PM

ময়না: ময়না (Moyna) থানা এলাকার গোড়া মাহাল এলাকায় উদ্ধার তিনটি তাজা বোমা (Bombs)। নিহত বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া বাড়ির পার্শ্ববর্তী এলাকায় একটি পুকুর পাড়ে এই বোমাগুলি দেখতে পাওয়া যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতরও। বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোমা মজুত করেছে। পাল্টা অভিযোগ রয়েছে তৃণমূলেও। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ তুলেছে গোড়া মাহাল গ্রামে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের এক নেতার বাড়ি ভাঙচুর করে বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ শাসক শিবিরের। যদিও তৃণমূলে এই অভিযোগ পুরোটাই সাজানো ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। তৃণমূলের দাবি, গোটাটাই পারিবারিক বা স্থানীয় ইস্যু।

এদিকে গোড়া মাহাল এলাকায় বোমা পাওয়া যাওয়ার বিষয়ে বিজেপির তমলুক জেলা সহ সভাপতি আশিস মণ্ডল বলছেন, ‘যখন বিজয় কৃষ্ণ ভুঁইয়ার দেহ সৎকার হচ্ছিল, তখন সেখান থেকে কিছু দূরে তৃণমূলের দুষ্কৃতীরা আবার বোমাবাজি করেছিল। মধুসূদন সাউ নামে একজনের বাড়ির কাছেই বোমা পাওয়া গিয়েছে। আমরা পুলিশের কাছে বলে বলে হয়রান হচ্ছি। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। আমরা বার বার দাবি করছি, ময়নার ঘটনায় সিবিআই তদন্ত হওয়া উচিত। একইসঙ্গে এনআইএ তদন্তও হওয়া উচিত। ময়নার বাগচা অঞ্চল পুরো বারুদের স্তুপের উপর বসে রয়েছে। কেন্দ্রীয় সংস্থা যদি এর দায়িত্ব না নেয়, তাহলে বিজয় কৃষ্ণের মতো আরও লাশ পড়বে বলে আমরা আশঙ্কা করছি।’

যদিও ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করছেন ময়নার প্রাক্তন বিধায়ক তথা ময়না বিধানসভার তৃণমূল কো অর্ডিনেটর সংগ্রাম দলুই। তাঁর বক্তব্য, ‘আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা আদর্শ নিয়ে রাজনীতি করি। বিজয় কৃষ্ণের মৃত্যুর সঙ্গে যে বা যারা জড়িত, তাদের যথাযথ শাস্তি চাই আমরাও। কিন্তু অশোক দিন্দা ও ময়নার বিজেপি কর্মীরা যেভাবে মৃতদেহের উপর দাঁড়িয়ে রাজনৈতিক রঙ চড়িয়ে বাগচাজুড়ে তাণ্ডবলীলা চালাচ্ছে, আমরা তার নিন্দা করি। তৃণমূলের নিরীহ কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে।’