Dolphin in Mandarmani: মন্দামণিতে উদ্ধার বিশালাকার জীবন্ত ডলফিন, সৈকতে নামল দর্শকের ঢল

Dolphin in Mandarmani: বছর পাঁচেক আগে দিঘার সুমুদ্র সৈকতে দেখা গিয়েছিল কার্যত একই ছবি। উঠে এসেছিল ৭ ফুট লম্বা ও প্রায় ১২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন।

Dolphin in Mandarmani: মন্দামণিতে উদ্ধার বিশালাকার জীবন্ত ডলফিন, সৈকতে নামল দর্শকের ঢল
মন্দারমণিতে ডলফিন
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 7:51 PM

মন্দারমণি: রোজকার মতো বৃহস্পতিবারও সমুদ্রে মাছ ধরতে নেমেছিল মৎসজীবীর দল। ইতিউতি ভিড়ও ছিল সমুদ্র সৈকতে। ধীরে ধীরে বাড়ছে সকালের ব্যবস্তা। চেনা ছবিটাই মুহূর্তে বদলে গেল মৎসজীবীদের চেঁচামেচিতে। সকলের মুখেই কৌতূহল। কী হয়েছে তখনও অনেকের কাছে অজানা। খানিক পরেই জানা গেল আসল কারণ। বৃহস্পতিবার সকালে মন্দারমণির (Mandarmani) সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরে দেখা মিলল এক ডলফিনের (Dolphin in Mandarmani)। কিন্তু, দেখেই বোঝা গেল স্বাস্থ্য ভাল নেই ডলফিনটির। পাখনার কিছু অংশও কেটে গিয়েছে। সে কারণেই সমুদ্রের গভীর থেকে ভাসতে ভাসতে স্থলভাগের দিকে চলে এসেছে। 

মন্দারমণির মৎসজীবীরাই শেষে এটিকে উদ্ধার করে। খবর দেওয়া হয় মন্দারমণি থানায়। মৎসজীবীদের অনুমান, সমুদ্রে ট্রলার বা জাহাজের ধাক্কায় আহত হয়েছে ডলফনটি। ক্ষতিগ্রস্ত হয়েছে পাখনার কিছু অংশ। সে কারণেই স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়েছে মাছটি। পুলিশই শেষ পর্যন্ত মাছটিকে বন দফতরের হাতে তুলে দিয়েছে। শুরু হয়েছে চিকিৎসা। 

এদিকে বছর পাঁচেক আগে দিঘার সুমুদ্র সৈকতে দেখা গিয়েছিল কার্যত একই ছবি। উঠে এসেছিল ৭ ফুট লম্বা ও প্রায় ১২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন। যা দেখতেও রীতিমতো ভিড় জমে যায় পর্যটকদের। এদিনই মন্দারমণিতে ফিরেছে একই ছবি। ডলফিন দেখতে সৈকতে আগত পর্যটকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।