Khejuri: সরকারি বৈঠকে তৃণমূল নেতাকে সংবর্ধনা! অভিযোগ ঘিরে শোরগোল খেজুরিতে
Khejuri: সমগ্ৰ ঘটনায় প্রতিবাদ করাতে খেজুরি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌভিক মণ্ডল, টিকাশি গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতা সুকান্ত পন্ডার নেতৃত্বে প্রশাসনিক বৈঠক বয়কট করে বিজেপি। সমগ্ৰ ঘটনার পরে বিজেপি জয়ী সদস্য ও নেতৃতরা টিকাশি পঞ্চায়েতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তালা চাবি দেন গেটে।
পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েতের গেটে তালা! গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনের বৈঠকে তৃণমূল নেতার উপস্থিতি ঘিরে চরম উত্তেজনা খেজুরিতে। শুরু রাজনৈতিক বিতর্কও। জানা গিয়েছে, টিকাশি গ্রাম পঞ্চায়েত খেজুরি ১বিডিও , প্রাণীসম্পদ আধিকারিক ও কর্মাধ্যক্ষের উপস্থিতিতে একটি বৈঠক ডাকা হয়। অভিযোগ, টিকাশি গ্রাম প্রধান স্বপন দাসের নেতৃত্বে টিকাশি পঞ্চায়েতের মিটিং হলে প্রাণিসম্পদ এর প্রশাসনিক বৈঠকের নাম করে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক বিমান নায়েককে মঞ্চে বসিয়ে সংবর্ধনা দিয়ে সরকারি কর্মসূচি চালানোর অভিযোগ।
সমগ্ৰ ঘটনায় প্রতিবাদ করাতে খেজুরি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌভিক মণ্ডল, টিকাশি গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতা সুকান্ত পন্ডার নেতৃত্বে প্রশাসনিক বৈঠক বয়কট করে বিজেপি। সমগ্ৰ ঘটনার পরে বিজেপি জয়ী সদস্য ও নেতৃতরা টিকাশি পঞ্চায়েতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তালা চাবি দেন গেটে। টিকাশি পঞ্চায়েত প্রধান স্বপন দাস যতক্ষণ না ক্ষমা চান ততক্ষণ পর্যন্ত জনগণ তালা খুলতে রাজি নয়।
এ প্রসঙ্গে খেজুরি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌভিক মণ্ডল বলেন, “প্রশাসনিক বৈঠক চলছে। অথচ খেজুরি ১ বিডিও রয়েছে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তৃণমূলের তরফে ভিতরে রয়েছে। আমরা প্রতিবাদ করেছিলাম, তখন প্রধান আমাদের বৈঠক থেকে বেরিয়ে যেতে বলেন। আমরা বেরিয়ে এসেছিলাম।” জেলা পরিষদের সভাধিপতি ও পটাসপুরের বিধায়ক উত্তম বারিক বলেন, “দলের সভা ছিল না। প্রাণীসম্পদ বিভাগের সভা। বিডিও পছন্দ মতো লোককে বৈঠকে ডাকতে পারেন। এলাকার অনেক জনপ্রিয় প্রতিনিধিও সেখানে উপস্থিত থাকতে পারেন।”