Panchayat Election 2023: পঞ্চায়েতে টিকিট নিয়ে বিক্ষোভের মুখে কুণাল, পুলিশকে ‘নিরপেক্ষতার’ পাঠ পড়ালেন তৃণমূল মুখপাত্র

বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, টিকিট বিলিতে গোষ্ঠীবাজি হয়েছে। তৃণমূল করেন এমন অনেকে টিকিট পাননি। অথচ দাদা বিজেপি করে, ভাই তৃণমূলের টিকিট পেয়েছে। এ রকম ঘটনা ঘটেছে। তৃণমূল সভাপতিকে টাকা দিয়ে এই কাজ হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

Panchayat Election 2023: পঞ্চায়েতে টিকিট নিয়ে বিক্ষোভের মুখে কুণাল, পুলিশকে 'নিরপেক্ষতার' পাঠ পড়ালেন তৃণমূল মুখপাত্র
কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 9:09 PM

ময়না: বিরোধী নয়, নিজের দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার আসনান বাজারে কুণালকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। যা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। আশ্বাস দিয়ে বিক্ষোভে সামিল কর্মী-সমর্থকদের শান্ত করেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র। পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ পুলিশকর্মীদের ভূমিকাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে জেতার জন্য পূর্ব মেদিনীপুরে বিজেপি বাইরের রাজ্য থেকে লোক ও অস্ত্র ঢোকাচ্ছে বলে অভিযোগ কুণালের। তৃণমূল মুখপাত্রের অভিযোগের জবাবও দিয়েছে বিজেপি।

বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, টিকিট বিলিতে গোষ্ঠীবাজি হয়েছে। তৃণমূল করেন এমন অনেকে টিকিট পাননি। অথচ দাদা বিজেপি করে, ভাই তৃণমূলের টিকিট পেয়েছে। এ রকম ঘটনা ঘটেছে। তৃণমূল সভাপতিকে টাকা দিয়ে এই কাজ হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এর জেরে পুরনো তৃণমূলকর্মীরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। ময়না বিধানসভার বিস্তীর্ণ এলাকায় পায়ে হেঁটে সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মীদের সঙ্গে জনসংযোগ করেন কুণাল ঘোষ। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “পূর্ব মেদিনীপুরে ব্যাপক সাড়া পেয়েছি। জেলা পরিষদ থেকে সমস্ত আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতবে। ময়নায় বাকচায় বিজেপির গন্ডগোলের করার চেষ্টা করছে। আমাদের কাছে খবর আসছে বাইরের রাজ্য থেকে বিজেপি কিছু সমাজবিরোধী লোকজনকে ঢোকাবার চেষ্টা করছে। কিছু অস্ত্র ঢোকাবার চেষ্টা করছে। মানুষকে চাপ দিচ্ছে, আত্মীয় পরিচয় দিয়ে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। পুলিশকে বিষয়টি জানিয়েছি। বাকচার মানুষকে অনুরোধ করছি, কোনও বহিরাগতকে ভোটের সময় আশ্রয় দেবেন না।” এর পর পুলিশকর্মীদের উদ্দেশে কুণালের সতর্কবার্তা, “যেমন নিরপেক্ষ পুলিশ কর্মীরা আছেন। তেমনই কিছু বিজেপি ও পুরনো সিপিএম জমানার অনুগত রয়েছেন। তাঁরা যাতে নিরপেক্ষতার সঙ্গে কাজ করেন তা বারবার মনে করিয়ে দিচ্ছি।” তৃণমূলের কেউ বিক্ষোভ দেখাননি বলেও দাবি তাঁর।

যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি, “পূর্ব মেদিনীপুরে ময়নায় তৃণমূলের কোনও সংগঠন নেই। তাই পুলিশকে দিয়ে জবর দখলের রাজনীতি শুরু করেছে। ময়নায় একটিও আসনে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। পঞ্চায়েত নির্বাচনে মানুষই প্রতিরোধ গড়ে তুলবে।”

GHORER BIOSCOPE COUNTDOWN