Kunal Ghosh: ‘যে ভাষায় বাংলার মেয়েকে অপমান করেছেন, বক্তৃতা দেওয়ার আগে ক্ষমা চান’, শাহকে আক্রমণ কুণালের

Purba Medinipur: আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অভিনন্দন জ্ঞাপন বর্ষপূর্তি সভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কুণাল।

Kunal Ghosh: 'যে ভাষায় বাংলার মেয়েকে অপমান করেছেন, বক্তৃতা দেওয়ার আগে ক্ষমা চান', শাহকে আক্রমণ কুণালের
অমিত শাহকে আক্রমণ কুণাল ঘোষের
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2022 | 4:59 PM

পূর্ব মেদিনীপুর: দু’দিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ রাজ্যে পৌঁছান তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজ্য সফরকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। পাশাপাশি একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। এদিন কুণাল বলেন, “অমিতজী আগে বাংলার মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চান।”

আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অভিনন্দন জ্ঞাপন বর্ষপূর্তি সভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কুণাল। সঙ্গে অমিত শাহর রাজ্য সফরকেও কটাক্ষ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে রীতিমত ক্ষমা চাইতে বলেন কুণাল। ”গত বছর আপনি যে ভাষায় বাংলার মেয়েকে, বাংলার ঘরের ছেলেকে আক্রমণ করে গেছেন, তাই বাংলায় কোনও বক্তৃতা দেওয়ার আগে হাত জোর করে ক্ষমা চান।’

তবে আক্রমণই নন, একই সঙ্গে অমিতজীকে পরামর্শও দিয়েছেন তিনি। বলেন, ‘অমিত বাবু সাবধানে মিটিং করবেন ? আজকে যারা আপনাকে প্রণাম করে মিটিংয়ে করবেন ! আগামী ৬ মাসের পর আপনার দল ছেড়ে অন্য কোনও দলে আবেদন করবেন আপনি হয়ত জানেন না ? আমি চ্যালেঞ্জ করছি, আপনি ১০ জন বিশ্বস্ত নেতাকে নিয়ে মিটিং করুন! ৩০ মিনিট পর মিটিংয়ে কী আলোচনা হয়েছে তা বলে দেব? গাদ্দার কোনওদিন কারোও হয় না ! সুযোগ পেলেই সময় পেলেই ছুরি মারবেই।’

এদিনের সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান, নন্দীগ্রাম ১ব্লক তৃণমূল সভাপতি স্বদেশ রঞ্জন দাস সহ তৃণমূল নেতৃত্বরা। সভামঞ্চ থেকে কুণাল শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে বলেন, ‘সিবিআই ও আইডি থেকে বাঁচতে গ্রেফতারের ভয়ে অমিত শাহার জুতো পালিশ করতে বিজেপিতে গিয়েছে। দু’বছর আগে শুভেন্দু অধিকারী একাধিক সভা মোদী হাটাও দেশ বাঁচাও। বিজেপি হাটাও দেশ বাঁচাও স্লোগান দিচ্ছিল। আজ তিনি বড় বিজেপি ! শুভেন্দু দিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন নন্দীগ্রাম আসনে গ্রাম পঞ্চায়েত আছে দেখাও ? আগামী পঞ্চায়েত নির্বাচনে দুটি পঞ্চায়েত সমিতির আসন ও সব কয়টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস জিতবে। লোকসভা নির্বাচনে অধিকারী পরিবারের কোনও সদস্য থাকবে না। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস প্রতীক জয় লাভ করবে।’

পাশাপাশি বিজেপি কর্মীদেরও এদিনের সভা থেকে তৃণমূলে যোগদান করার জন্য আবেদন করেন তৃণমূল মুখপাত্র। বলেন, ‘আমাদের সঙ্গে আদী বিজেপি আদর্শগত পার্থক্য রয়েছে। তারা হিন্দুত্বের কথা বলে ! আমরা মানবতার কথা বলি ! আদি বিজেপিকে অত্যাচার চালাচ্ছে তৎকাল বিজেপি। আদি বিজেপি শেষ হয়ে যাবে। একমাত্র বলবো আদি বিজেপির কর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগ দিন ।’