ICDS Center: ফের ‘টিকটিকি মেনু’ মিড ডে মিলে! হাসপাতালে ১২ শিশু-সহ এক অন্তঃসত্ত্বা মহিলা

ICDS Center: সূত্রের খবর, বর্তমানে ১২ জন শিশু ও ১ অন্তঃসত্ত্বা মহিলা মিলিয়ে মোট ১৩ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই হাসপাতালে। ঘটনায় উদ্বেগের বাতাবরণ গোটা এলাকায়।

ICDS Center: ফের 'টিকটিকি মেনু' মিড ডে মিলে! হাসপাতালে ১২ শিশু-সহ এক অন্তঃসত্ত্বা মহিলা
ক্ষোভের বাতাবরণ গোটা এলাকায়
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2023 | 8:03 PM

তমলুক: তমলুকের ক্যাকটা ICDS সেন্টারের খিচুড়িতে টিকটিকি। সেই খাওয়ার খেয়ে অসুস্থ হয়ে ১২ জন শিশু-সহ ১ অন্তঃসত্ত্বা মহিলা। ভর্তি জানুবসান গ্রামীন হাসপাতালে। সূত্রের খবর, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের (Tamluk) ক্যাকটাতে গ্রামীন এক ICDS-সেন্টারে প্রতিদিনের মতোই এদিনও প্রায় ৭০ জন্য রান্না করা হয়। কেউ সেই খাবার খায়, কেউ আবার খাবার নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু, খাবার খাওয়ার খানিক পরেই একের পর এক অসুস্থ হয়ে পড়তে দেখা যায় বহু শিশুকে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরাই তাঁদের জানুবসান রুরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

সূত্রের খবর, বর্তমানে ১২ জন শিশু ও ১ অন্তঃসত্ত্বা মহিলা মিলিয়ে মোট ১৩ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই হাসপাতালে। ICDS কর্মী আলপনা মাইতি,স্থানীয় মানুষজন ও অভিভাবকদের অভিযোগ ওই ICDS সেন্টারের পরিকাঠামো ঠিক নেই। সেন্টারের ওপরে আচ্ছাদনের অবস্থাও খুব খারাপ। রান্নাও ঠিক মতো হয় না। আর তাতেই ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনওরকম সুরাহা হয়নি। তাঁদের প্রাথমিক অনুমান সেন্টারের ওই আচ্ছাদন ঠিক মতো না থাকার ফলে খিচুড়ি রান্নার সময় উপর থেকে টিকটিকি পড়েছে। আর সেই খাবার খেয়েই অসুস্থ হয়েছে শিশুরা। তবে তাঁদের এই অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ হাজেরা আবার এ ঘটনার জন্য আইসিডিএস কর্মী আলপনা মাইতিকে কাঠগড়ায় তোলেন। তাঁর সাফ দাবি, আলপনা মাইতির গাফিলতির ফলে এই ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনা ঘটার পরে দেখা যায় যে এলাকার BDO, BMHO পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান, ব্লক ICDS আধিকারিক-সহ পুলিশ প্রশাসনের কর্তারা অসুস্থ শিশুদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। যান হাসপাতালেও।