Digha: দিঘায় খাবারের দাম বেশি? টোটো বেশি ভাড়া চাইছে? এবার অভিযোগ জানানো সহজ

Digha: বর্তমান সরকারের হাত ধরে সেজে উঠেছে দিঘা। সেই দিঘায় এখন প্রতিদিনের পাশাপাশি শনি ও রবিবার লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটছে। বিভিন্ন সময় পর্যটকদের নানা সমস্যা ও অভিযোগ উঠে আসে।

Digha: দিঘায় খাবারের দাম বেশি? টোটো বেশি ভাড়া চাইছে?  এবার অভিযোগ জানানো সহজ
দিঘার ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2023 | 2:40 PM

দিঘা: দু’দিনের ছুটি হোক বা উইকেন্ড, বাঙালির পছন্দের অন্যতম জায়গা দিঘা (Digha)। তাই পর্যটকদের সুবিধার্থে আরও বাড়তি নজর সৈকত নগরীতে। এবার দিঘায় পর্যটকদের অভিযোগ জানতে মোড়ে মোড়ে বসানো হল অভিযোগ বাক্স বা কমপ্লেন বক্স। বর্তমান সরকারের হাত ধরে সেজে উঠেছে দিঘা। সেই দিঘায় এখন প্রতিদিনের পাশাপাশি শনি ও রবিবার লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটছে। বিভিন্ন সময় পর্যটকদের নানা সমস্যা ও অভিযোগ উঠে আসে। তা হোটেল ভাড়া হোক কিংবা খাবারের জিনিসের মান বা অন্যান্য জিনিসের দাম বেশি করে নেওয়া। সেই সমস্ত অভিযোগ এবার প্রশাসন কড়া হাতে দমন করতে চাইছে। সেই কারণেই বিশেষ উদ্যোগ।

দিঘা-শঙ্কর উন্নয়ন কর্তপক্ষের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে কমপ্লেন বক্স। সেই বক্সে অভিযোগ জমা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “দিঘার বিভিন্ন জায়গায় মোট ২০টি কমপ্লেন বক্স বসানো হচ্ছে। সেই বক্সে জমা হওয়া অভিযোগ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর সফরে দিঘার বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান। সেখানে পুরীর জগন্নাথ দেব মন্দিরের আদলে যে মন্দির তৈরি হচ্ছে তা ঘুরে দেখেন। এর পাশাপাশি দিঘা সমুদ্র তট এলাকা ঘুরে দেখেন তিনি। তাঁর এই সফরের মাঝেই নতুন দু’টি সৈকতের নামকরণ হয়। একটি হল ঢেউ সাগর অপরটি সূর্য সাগর। মূলত দিঘায় দীর্ঘ ৭ কিলোমিটার বরাবর বিচকে আরও মনোরমভাবে সাজিয়ে তোলা হচ্ছে। যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে।