Loksabha Election 2024: দেবাংশুর সভার আগে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ, বিজেপিকে দুষল তৃণমূল
Loksabha Election 2024: এদিকে যে সভার প্রস্তুতি ঘিরে এত কিছু শুক্রবার সেখানেই সভা করেন তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনিই তমলুকের তৃণমূল প্রার্থী তিনি। তৃণমূলের অভিযোগ, তাঁদের প্রার্থীর সমর্থনে তাঁরা যে পোস্টার লাগিয়েছিলেন, সেগুলি ছিঁড়ে ফেলা হয়। কয়েকটি ক্রসও করে দেয়।
পূর্ব মেদিনীপুর: লোকসভা ভোটের আবহে উত্তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুর। বৃহস্পতিবার ময়নার গোজিনা গ্রামপঞ্চায়েতের মধুর কিরানা বুথে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত বলে অভিযোগ। বিজেপি ও তৃণমূলের মধ্যে ঝামেলা লাগে বলে অভিযোগ। অভিযোগ, এরপর রাত ১১টা নাগাদ তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। বিজেপির দিকে অভিযোগের আঙুল তৃণমূলের।
এদিকে যে সভার প্রস্তুতি ঘিরে এত কিছু শুক্রবার সেখানেই সভা করেন তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনিই তমলুকের তৃণমূল প্রার্থী তিনি। তৃণমূলের অভিযোগ, তাঁদের প্রার্থীর সমর্থনে তাঁরা যে পোস্টার লাগিয়েছিলেন, সেগুলি ছিঁড়ে ফেলা হয়। কয়েকটি ক্রসও করে দেয়।
দেবাংশুকে সামনে পেয়ে ময়নার বাকচা গ্রামের তৃণমূল কর্মীরা অভিযোগ জানান, তাঁরা বাকচা গ্রামে প্রবেশ করতে পারছেন না বিজেপির ভয়ে। দেবাংশু ভট্টাচার্য বলেন, বিজেপির বাকচার অবস্থা দেখুক সকলে। কীভাবে গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে।
তমলুকের বিজেপি জেলা কমিটির সম্পাদক চন্দন মণ্ডল বলেন, “পার্টি অফিস ভাঙা হয়েছে, আমি তো আগে শুনিনি। তবে তৃণমূল মানুষকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করে। বিজেপি গোজিনা পঞ্চায়েতে জিতেছে সেটা তৃণমূল সহ্য করতে না পেরে এসব করছে।”