Purbo Medinipur: আমি কারোর কাছ থেকে একটা টাকাও নিইনি, প্রমাণ থাকলে ইডি-সিবিআই-এর কাছে দিয়ে আসুক: দেব

Dev: পাঁশকুড়ায় অভিনেতা দেব মন্তব্য করেন,  "গত তিন বছরে যে আরোপগুলো আমার ওপর আসছে, আমি দায়িত্ব নিয়ে বলছি কারও কাছ থেকে আমি এক টাকাও নিইনি। যদি প্রমাণ কারও কাছে থাকে তবে ইডি সিবিআই-এর কাছে দিয়ে আসুক, আপনাদের প্রার্থী আপনাদের সাংসদ কারও এক টাকাও মেরে নিজের সংসার খরচ চালায়নি।"

Purbo Medinipur: আমি কারোর কাছ থেকে একটা টাকাও নিইনি, প্রমাণ থাকলে ইডি-সিবিআই-এর কাছে দিয়ে আসুক: দেব
পাঁশকুড়ায় প্রচারে দেবImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2024 | 8:01 AM

পূর্ব মেদিনীপুর: ‘আমি দায়িত্ব নিয়ে বলছি কারও কাছ থেকে আমি এক টাকাও নিইনি। যদি প্রমাণ কারও কাছে থাকে, তবে ইডি সিবিআইয়ের কাছে দিয়ে আসুক।” পাঁশকুড়ায় বললেন প্রার্থী অভিনেতা দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব এবারে তৃণমূলের জোড়াফুলে লড়াই করবেন। লোকসভা নির্বাচনে নাম ঘোষণা হতেই ঘাটাল থেকে প্রচার শুরু করেছিলেন অভিনেতা প্রার্থী দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়ায় নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পাঁশকুড়ায় অভিনেতা দেব মন্তব্য করেন,  “গত তিন বছরে যে আরোপগুলো আমার ওপর আসছে, আমি দায়িত্ব নিয়ে বলছি কারও কাছ থেকে আমি এক টাকাও নিইনি। যদি প্রমাণ কারও কাছে থাকে তবে ইডি সিবিআই-এর কাছে দিয়ে আসুক, আপনাদের প্রার্থী আপনাদের সাংসদ কারও এক টাকাও মেরে নিজের সংসার খরচ চালায়নি।”

তিনি আরও বলেন, “আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে ভালো করার চেষ্টা করেছি, করোনার সময় সব সাংসদরা বাড়িতে ছিলেন, আমি তখন রাস্তায় ছিলাম, অ্যাম্বুলেন্স নেই কারও কাছে, অক্সিজেন নেই, তখন আমি রাস্তায় ছিলাম। মানুষ ভোট দেয় দলের নেতাদেরকে কাছে পাওয়ার জন্য।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ঘাটালে নিজের কেন্দ্রে প্রচার সেরেছেন দেব। ঘাটালে দাঁড়িয়ে দেব বলেন, ” ঘাটালের মানুষের ভালবাসায় আমি এত দূর পৌঁছেছি। আমাকে অন্য কেন্দ্র থেকে দাঁড়াতে বলা হয়েছিল। কিন্তু আমি অন্য কেন্দ্র থেকে দাঁড়ায়নি। মরি-বাঁচি,  হারি, জিতি, আমার মনের মধ্যে থাকবেন ঘাটালের মানুষ।”