Nadigram: গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরেই কিনা মেয়ে নিয়ে এসব! গ্রামবাসীরাই করলেন পর্দাফাঁস
Nadigram: গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে এক মহিলাও উদ্ধার হয়েছেন বলে খবর। ঘটনাকে ঘিরে সরগরম নন্দীগ্রাম।

নন্দীগ্রাম: গ্রাম পঞ্চায়েত অফিসেই কিনা এসব! বাইর থেকে তালা ঝুলিয়ে ভিতরে মহিলাদের নিয়ে চলে অবৈধ কাজকর্ম। অভিযোগ বিজেপি তথা এলাকার বাসিন্দাদেরও। এবার গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। সামিল হলেন গ্রামবাসীরাও। গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে এক মহিলাও উদ্ধার হয়েছেন বলে খবর। ঘটনাকে ঘিরে সরগরম নন্দীগ্রাম। ঘটনাস্থলে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে অফিসে মধ্যে রাতের অন্ধকারে অবৈধ কাজকর্ম চালানোর অভিযোগ তোলেন গ্রামবাসী ও বিজেপি। সকালে গোকুলনগরে বিক্ষোভ কর্মসূচিও করে বিজেপি। বুধবার সাত সকালেই নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি। অভিযোগ, রাতে গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরে তালা লাগিয়ে কিছু পঞ্চায়েত কর্মী মদ্যপ অবস্থায় বাইরে থেকে মহিলা কর্মী এনে অবৈধ কাজকর্ম করছেন।
এমনকি বিজেপির মন্ডল সভাপতি মধুচক্রের অভিযোগও তোলেন এদিন। পঞ্চায়েত অফিসের ভেতর থেকে এক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। যার ফলে আরও বেশি হাতে অস্ত্র পেয়ে গিয়েছে বিজেপি। পঞ্চায়েত অফিসের ভেতরে এমন কাজ কর্মের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর অফিসের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, অনেক দিন ধরেই এসব চলছে। গ্রামবাসীদেরও একাংশ অভিযোগ করেছেন। হাতেনাতে প্রমাণ ছিল না। কিন্তু এদিন অভিযান চালাতেই দেখা যায়। পুলিশও গ্রাম । পঞ্চায়েত অফিসের ভিতর থেকে একজন মহিলাকে উদ্ধার করেছেন। পঞ্চায়েত সদস্য না হয়েও তিনি কীভাবে ওত রাতে দফতরে ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, যে মহিলাকে উদ্ধার করা হয়েছে, তাঁর বক্তব্য, তিনি একজন ‘স্যার’এর সঙ্গে দেখা করতে এখানে এসেছিলেন। বিজেপি নেতা বলেন, “এলাকাবাসীরাই দেখতে পান। পঞ্চায়েত অফিস তালা লাগানো, কিন্তু খোলা। এক মহিলাকে ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এখানে মধুচক্রের কারবার চলছে।” নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, “এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা কি দলীয় প্রতীকে জেতা কেউ? তা তো নয়… এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।”





