Nandigram BJP: শুভেন্দুর কেন্দ্রে বিজেপিতে ভাঙন! বিস্ফোরক বিজেপি নেতা

Nandigram BJP: দলে সম্মান পাচ্ছে না, এমন অভিযোগ তুলেই পদত্যাগ করলেন দুই নেতা।

Nandigram BJP: শুভেন্দুর কেন্দ্রে বিজেপিতে ভাঙন! বিস্ফোরক বিজেপি নেতা
পদত্যাগ করলেন দুই নেতা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2022 | 1:59 AM

নন্দীগ্রাম: আদি-নব্যের দ্বন্দ্ব প্রকট হতেই নন্দীগ্রামে দ্বিধাবিভক্ত বিজেপি। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর অনুগামী বলে পরিচিত বিজেপি নেতাদের সঙ্গে দলের আদি নেতাদের মতভেদ এবার প্রকাশ্যে এসে গেল। কানাঘুষো চলছিল বেশ কিছুদিন ধরেই। এরই মধ্যে দলে প্রত্যাশিত সম্মান না পাওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সদস্য তথা নন্দীগ্রাম ১ দক্ষিণ মণ্ডলের প্রাক্তন সভাপতি জয়দেব দাস।

দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যেই দলকে চিঠি দিয়েছেন পূর্ব মেদিনীপুরের ওই নেতা। দলের রাজ্য সভাপতি, জেলা সভাপতি ও বিরোধী দলনেতাকে চিঠি দিয়েছেন। শনিবার গোকুলনগরের দেড়াচক দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি-র সমস্ত পদ ছাড়ার কথা ঘোষণা করেন বিদ্রোহী জয়দেব ও বটকৃষ্ণ। তাঁদের এই সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে দলীয় নেতৃত্বকে বেকায়দায় ফেলেছেন সংশ্লিষ্ট মণ্ডল বিজেপি-র আরও একাধিক সম্পাদক, সহ-সভাপতি ও যুব মোর্চার নেতৃত্ব-সহ শতাধিক কর্মী।

শুভেন্দু অধিকারী, তাঁর অনুগামী জেলা ও মণ্ডল নেতৃত্বের অবস্থানের প্রতি আনুগত্য দেখাতে প্রস্তুত নন তাঁরা কেউই এবং তাঁরা তা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েও দিয়েছেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে।

বিদ্রোহী বিজেপি নেতাদের দাবি, নন্দীগ্রামে দলের পরিস্থিতি ব্যাপক ভাবে পরিবর্তিত হয়েছে। জয়দেব দাস নামে ওই নেতা বলেন, বর্তমান নেতৃত্বের চিন্তাধারার সঙ্গে দলীয় কর্মসূচির সামঞ্জস্য থাকছে না। যথাযথ সম্মান পাচ্ছেন না তাঁরা। সম্প্রতি তাঁকে শোকজ নোটিস দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে তমলুক সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন,  ‘বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল। জেলা সভাপতিকে না জানিয়ে এভাবে সংবাদমাধ্যমের সামনে পদত্যাগ করা যায় না। পদত্যাগ সংক্রান্ত চিঠি আমি পাইনি।’