Nandigram: ‘গ্রামে গ্রামে ঘুরে মাইকিং, ভোট না দিতে যাওয়ার হুমকি তৃণমূল কর্মীদের’, নন্দীগ্রামের ভিডিয়ো পোস্ট করলেন কুণাল

Nandigram: ষষ্ঠ দফায় ভোট রয়েছে। তার আগে বুধবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। বিজেপির মহিলা কর্মীর মৃত দেহ উদ্ধারের পর পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় বিক্ষোভের আগুন জ্বলে ওঠে নন্দীগ্রামে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

Nandigram: 'গ্রামে গ্রামে ঘুরে মাইকিং, ভোট না দিতে যাওয়ার হুমকি তৃণমূল কর্মীদের', নন্দীগ্রামের ভিডিয়ো পোস্ট করলেন কুণাল
তপ্ত নন্দীগ্রামImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2024 | 12:25 PM

নন্দীগ্রাম: ভোটের আগের দিন সরগরম নন্দীগ্রাম। তৃণমূল সমর্থকদের ভোট না দিতে হুমকি দেওয়া হচ্ছে। এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা) মাইকে করে গ্রামে ঘুরে প্রচারের মতো করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাল্টা বিজেপির দাবি, হারবে জেনেই এরকম ভিডিয়ো পোস্ট করে নাটক করছে তৃণমূল।

কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে যে ভিডিয়ো পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে একটি ভ্যানে করে একজন মাইকিং করছেন। তিনি বলছেন, ” হার্মাদগিরি ছাড়িয়ে দেবো। তুমি তৃণমূলের চামচাগিরি করছো, ২৫ তারিখ সবাই খাওয়া দাওয়া করে বাড়িতেই থাকবে। একজনও তৃণমূল সমর্থক বাইরে ভোট দিতে বেরোবে না। ” কুণাল ঘোষ এই ভিডিয়োর ক্যাপশনে উল্লেখ করেছেন, এই ধরনের ছবি নন্দীগ্রামের কালীচরণপুরে দেখা গিয়েছে। আর কুণাল ঘোষের এই পোস্ট তপ্ত নন্দীগ্রামের উত্তাপ আরও বাড়িয়েছে।

ষষ্ঠ দফায় ভোট রয়েছে। তার আগে বুধবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। বিজেপির মহিলা কর্মীর মৃত দেহ উদ্ধারের পর পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় বিক্ষোভের আগুন জ্বলে ওঠে নন্দীগ্রামে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তৃণমূলের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে পড়েন।

দুপুরের পর থেকে রাত পর্যন্ত এলাকায় চলে টহলদারি। রাতে আবারও উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। চায়ের দোকানে বসে থাকা কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলার অভিযোগ ওঠে।

শুক্রবার সকাল থেকে আবার তেঁতে ওঠে পরিস্থিতি। এলাকায় চলতে থাকে পুলিশি অভিযান। তল্লাশি অভিযানের নামে ধরপাকড়ের অভিযোগ ওঠে। এই আবহেই আবার কুণাল ঘোষের ভিডিয়ো-পোস্ট! যদিও কুণাল ঘোষের এদিনের পোস্ট নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী গিয়ে লোডশেডিং তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি দাবি করেছেন, লোডশেডিং করে হারিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তিনি বলেছিলেন. তাঁর প্রতিশোধ নেবেন। তার ফল আমরা কিছুদিনের মধ্যেই দেখলাম। যদি কেউ হুমকি দিয়ে থাকে, তাকে চিহ্নিত করুন, গ্রেফতার করুন। আসলে পরিস্থিতি তৈরি করে রাখছে। নন্দীগ্রামে তৃণমূল জায়গা পাবে না। “