Purba Medinipur: তালা খুলবে কে? নন্দকুমারে রক্তারক্তি, মৃত ১

Murder News: চাবি কার কাছে থাকবে, তাই নিয়ে বচসা। আর সেই গন্ডগোলের জেরে মৃত্যু হল এক ব্যক্তির! বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হল তাঁকে।

Purba Medinipur: তালা খুলবে কে? নন্দকুমারে রক্তারক্তি, মৃত ১
বেনজির ঘটনা নন্দকুমারে। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2022 | 4:15 PM

পূর্ব মেদিনীপুর: চাবি কার কাছে থাকবে, তাই নিয়ে বচসা। আর সেই গন্ডগোলের জেরে মৃত্যু হল এক ব্যক্তির! বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হল তাঁকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার টিকরামপুরে। এলাকায়  প্রবল উত্তেজনার জেরে শুরু হয়েছে পুলিশি টহলদারি।

কী নিয়ে এমন ঝামেলা?

তিন গ্রামের অংশীদারিত্বের মিটিং হলের চাবি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, সেখান থেকে শুরু হয় মারধর। আর সেই মারপিটে প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। অকুস্থলে পৌঁছয় নন্দকুমার থানার পুলিশ।

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, নন্দকুমার থানার টিকারামপুর গ্রামে পাড়া কমিটির ঘরের চাবি নিয়ে গন্ডগোল শুরু হয়। আর এর জেরে খুন হতে হল এক ব্যক্তিকে। দুইপাড়ার গন্ডগোলের জেরে ঘটনাটি ঘটেছে বলে খবর। এই গ্রামে প্রথমে একটি পাড়া কমিটি ছিল এবং সেই কমিটির সভাপতি ছিলেন মৃত তুষার কান্তি সিংহ। তাঁর কাছেই এই বাড়ির চাবি ছিল। পরে কমিটি দু’ভাগ হয়ে যায়। এর পরে দুই পাড়া (টিকারামপুর-টোটাবেড়িয়া) র মধ্যে ঘরের চাবি নিয়ে বিবাদ বাধে। মৃত তুষার কান্তি সিংহের কাছে ওই ঘরের চাবি ছিল। সেই চাবি চাইতে আসে অন্য একটি পাড়ার বিকাশ দোলুই সহ অন্যান্যরা।

শনিবার বেলা ১১টা নাগাদ তুষারবাবুর কাছে চাবি চাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে। সেখান থেকে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, এর পর কয়েকজন ব্যক্তি বাঁশ দিয়ে পিছন থেকে তুষার কান্তির মাথায় বাড়ি মারে। এই মারে গুরুতর আহত হন তিনি। তাঁকে রক্তাক্ত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু রাতেই চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনার খবর পৌঁছতেই তীব্র উত্তেজনা ছড়ায়। শনিবার সকালে এলাকায় পৌঁছয় পুলিশ। শুরু হয় তদন্ত। জানা গিয়েছে, শনিবার রাতেই নন্দকুমার থানার পুলিশ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে। এদের নাম বিকাশ দোলই ও টুনা দোলই।

অপরদিকে এই ঘটনার পর রাতে ও সকালে উত্তেজিত গ্রামের লোক এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশের টহল চলছে।

আরও পড়ুন: Siliguri Municipal Election: ‘বাধা দিলে বাঁধবে লড়াই, ঘুরে দাঁড়াচ্ছে বামেরা’, প্রচারে আত্মবিশ্বাসী অশোক

আরও পড়ুন: Asansol Municipal Election: আসানসোল আসোনসোলেই, রবিবাসরীর প্রচারেও করোনা নিয়ে বেপরোয়া ঘাসফুল-পদ্ম-কাস্তে-হাতুড়ি

আরও পড়ুন: Asansol Municipal Election: আসানসোল আসোনসোলেই, রবিবাসরীর প্রচারেও করোনা নিয়ে বেপরোয়া ঘাসফুল-পদ্ম-কাস্তে-হাতুড়ি

আরও পড়ুন: Municipal Election in Corona Situation: দেওয়াল লিখনে প্রার্থীর নাম নেই, আছে ওমিক্রন সচেতনতার বার্তা!

আরও পড়ুন: Municipal Election in Corona Situation: দেওয়াল লিখনে প্রার্থীর নাম নেই, আছে ওমিক্রন সচেতনতার বার্তা!