Primary TET Result: অভাবের সঙ্গে লড়াই টেটে তৃতীয় কৃষক পরিবারের ছেলে বিকাশ, বলছেন, ‘আন্দোলন ফসল এই স্বচ্ছতা’

Primary TET Result: ১৩১ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ১ নম্বর ব্লকের বীরবন্দর গ্রাম-পঞ্চায়েতের আলাইচকের বাসিন্দা বিকাশ ভক্তা।

Primary TET Result: অভাবের সঙ্গে লড়াই টেটে তৃতীয় কৃষক পরিবারের ছেলে বিকাশ, বলছেন, 'আন্দোলন ফসল এই স্বচ্ছতা'
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2023 | 11:01 AM

পূর্ব মেদিনীপুর: নিয়োগ দুর্নীতির অভিযোগের মাঝেই প্রকাশ হল টেটের (Primary TET) ফল। পাঁচ বছর পর এই টেটের দিকে তাকিয়ে রয়েছেন বহু চাকরি প্রার্থী। শুক্রবার ফল প্রকাশের সময়েই প্রকাশ করা হয়েছে প্রথম দশে থাকা প্রার্থীদের নাম। টেট পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন দুই মেদিনীপুরের মোট তিনজন। তৃতীয় হয়েছেন পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা বিকাশ। ১৩১ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ১ নম্বর ব্লকের বীরবন্দর গ্রাম-পঞ্চায়েতের আলাইচকের বাসিন্দা বিকাশ ভক্তা। ১৫০-এর মধ্যে ১৩২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী ও দীপিকা রায়।

নিয়োগের এই পরীক্ষায় রাজ্যের মধ্যে তৃতীয় হয়ে খুশি বিকাশ। তিনি বলেন, ‘পরীক্ষা ভাল হয়েছিল। তবে তৃতীয় হব কখনও ভাবিনি।’ গ্রামের প্রান্তিক কৃষক পরিবারের ছেলে বিকাশ। ইংরেজিতে স্নাতক পাশ করেছেন তিনি। তবে অভাবের সঙ্গে লড়াই তাঁর মেধার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। শুক্রবার সেটাই আরও একবার প্রমাণ করলেন বিকাশ।

দীর্ঘদিন ধরে যোগ্য শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন চলছে রাজ্যে। চাকরিপ্রার্থীদের আন্দোলনের জেরেই পরীক্ষায় স্বচ্ছতা এসেছে বলে মত প্রকাশ করেছেন বিকাশ। তাঁর কথায়, লড়াই করেই অধিকার ছিনিয়ে নিতে হয়। আজকের এই সাফল্যে বিগত দিনের লড়াইয়ের ফসল বলেই উল্লেখ করেছেন তিনি। বিকাশ বলেন, ‘আন্দোলন ছাড়া কোনওভাবেই পরীক্ষায় স্বচ্ছতা আসত না। দ্রুত ফলও প্রকাশিত হতও না।’

গত বছরের ডিসেম্বরের ১১ তারিখে প্রাথমিক টেট পরীক্ষা নেয় পর্ষদ। নিশ্ছিদ্র নিরাপত্তায় সেই পরীক্ষা নেওয়া হয়। শুক্রবার ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি। স্বচ্ছতা নিয়ে যে এবার তৎপর ছিল পর্ষদ, সে কথাও উল্লেখ করেছেন তিনি।