Contai: ‘কাঁথিতে জিততে পারে না, যোগী রাজ্যে জেতার আবার মিছিল!’, বিজেপিকে কটাক্ষ সুপ্রকাশ গিরির
BJP: বৃহস্পতিবার উত্তর প্রদেশের ফলাফল অক্সিজেন দিল বিজেপিকে। সেই জয় উদযাপনে কাঁথির রাস্তায় ঘোরে বিজেপির বিজয় মিছিল।
পূর্ব মেদিনীপুর: এক সময় কাঁথিকে বলা হত ‘অধিকারী গড়’। যদিও সদ্য অনুষ্ঠিত পুরভোটের পর সে গড় হাতছাড়া। বিজেপির তরফে অধিকারীদের কাউকে প্রার্থী করা হয়নি। আর তৃণমূলের এ পরিবার থেকে কাউকে প্রার্থী করার কোনও প্রশ্নই ছিল না। ফলে চার দশকের ‘অধিকারী মিথ’ ভেঙে এবার সেখানে ঘাসফুল ফুটিয়েছে তৃণমূল কর্মীরা। রাজ্যের মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির হাত ধরে আগামিদিনে কাঁথিতে রাজনীতির এক নতুন পর্ব শুরু হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পুরভোটের ফল প্রকাশের পর থেকেই সেভাবে বিজেপি কর্মীদের রাস্তায় দেখা যায়নি। তবে বৃহস্পতিবার উত্তর প্রদেশের ফলাফল অক্সিজেন দিল বিজেপিকে। সেই জয় উদযাপনে কাঁথির রাস্তায় ঘোরে বিজেপির বিজয় মিছিল। যদিও এই মিছিল ঘিরে আইনি জটিলতা তৈরির একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
স্থানীয় সূত্রে খবর, প্রশাসনের অনুমতি না নিয়েই এদিন এলাকায় বিজয় মিছিল বের করে বিজেপি। এমনকী পুলিশি বাধাকেও তারা তোয়াক্কা করেনি বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, এই বিষয়ে আইনি পদক্ষেপ করতে চলেছে পুলিশ। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই এই ধরনের মিছিল পরীক্ষার্থীদের জন্য বিড়ম্বনা বলেই মত প্রশাসনের। অবশ্য বৃহস্পতিবার কোনও পরীক্ষা ছিল না। কিন্তু ডিজে নিয়ে, উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিজেপির মিছিল মাধ্যমিক ছাত্র ছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এমনকী পুলিশ মাঝ পথে মিছিল আটকাতে গেলে পুলিশের বাধাকে উপেক্ষা করার অভিযোগও ওঠে। সূত্রের খবর, এরপরই মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের ভাবনাচিন্তা করছে পুলিশ। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা জানান, “বিজয় মিছিলের জন্য বিজেপির পক্ষ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। তাই আমরা মাঝপথে মিছিল থামাতে বলেছিলাম। তাতেও কাজ হয়নি। বাদ্যযন্ত্র সহযোগে বাজি ফাটিয়ে মিছিল করা হয়। এদিকে আবার মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা রয়েছে।”
বিজেপির এই বিজয় মিছিল নিয়ে তীব্র কটাক্ষ করেছেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি। সুপ্রকাশ বলেন, “এরা কাঁথিতে জিততে পারে না। যোগী রাজ্যে ৩২৫ থেকে আসন কমে ২৭০-এ এসে ঠেকেছে। তারপরও কাঁথিতে বিজয় মিছিল করছে। মাধ্যমিক পরীক্ষা চলছে এখনও। তারপরও শহরের ডিজে বাজিয়ে মিছিল করল বিজেপি। জোরাল শব্দে বাজি ফাটাল!” যদিও তৃণমূল ও প্রশাসনের এই বক্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দলুই। তাপস দলুইয়ের দাবি, “উত্তর প্রদেশ-সহ চার রাজ্যে বিজেপির জয় নিয়ে বিজয় মিছিল করছে বিজেপি কর্মী সমর্থকরা। তাতেই ওদের গায়ে জ্বালা ধরছে।”