Purba Medinipur: শিশিরকে প্রণাম করার ‘মাশুল’, সুবলকে ইস্তফা দিতে বলল তৃণমূল

Purba Medinipur: তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যায়, কাঁথি পুরসভায় সুবল মান্না বেশ কয়েকদিন ধরেই 'একনায়কতন্ত্র' চালাচ্ছিলেন। সেই কারণেই দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল কাউন্সিলদের মনে। এর পাশাপাশি দলের সঙ্গেও দূরত্ব তৈরি হচ্ছিল তাঁর।

Purba Medinipur: শিশিরকে প্রণাম করার 'মাশুল', সুবলকে ইস্তফা দিতে বলল তৃণমূল
পদত্যাগের প্রস্তাব তৃণমূলেরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2023 | 12:38 PM

কাঁথি: এক প্রণামেই পদ খোয়ালের কাঁথির পুর প্রধান সুবল মান্না। পুর প্রধানের পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছে তাঁকে। সম্প্রতি, মঞ্চে সাংসদ শিশির অধিকারীকে প্রণাম করেন তিনি। আর তারপর থেকেই যত কাণ্ড। প্রথম সুবলকে শোকজ করে দল। সূত্রের খবর, এবার পুর প্রধানের পদ থেকেও ইস্তফা দিতে বলা হয়েছে তাঁকে। যদিও, টিভি ৯ বাংলায় তিনি জানিয়েছেন পদত্যাগের বিষয় এখনও জানেন না।

তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যায়, কাঁথি পুরসভায় সুবল মান্না বেশ কয়েকদিন ধরেই ‘একনায়কতন্ত্র’ চালাচ্ছিলেন। সেই কারণেই দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল কাউন্সিলদের মনে। এর পাশাপাশি দলের সঙ্গেও দূরত্ব তৈরি হচ্ছিল তাঁর। এরপর বিতর্ক বাড়ে যখন তিনি ভরা সভামঞ্চে সাংসদ শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করেন। সেই দৃশ্য দেখে শুরু হয় রাজনীতি।

যদিও, সুবলবাবু দাবি করেছিলেন, একজন বয়স্ক মানুষ মঞ্চে বসে আছেন। তাঁকে এই সম্মানটুকু দেখাতেই হয়। তবে জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি ভালভাবে নেয়নি। ওই দিনই শোকজ করা হয় তাঁকে। এরপর সূত্রের খবর, তৃণমূলের রাজ্য নেতৃত্বর নির্দেশ যাতে কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে সুবল মান্না পদত্যাগ করেন। এ প্রসঙ্গে সুবল মান্না টিভি ৯ বাংলাকে বলেন, “দলের প্রতিটি কথা মেনেছি। দলের বাইরে কখনও যাইনি। পার্টির কাছে বিনম্র ভাবে বলছি আমার কাজে দল ক্ষুন্ন হলে আমি ক্ষমাপ্রার্থী।”