Foot bridge Close: যে কোনও সময় ঘটতে পারে অঘটন, বন্ধ করা হল শহরের এই ফুটব্রিজ
Foot bridge Close: মেচেদা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভারব্রিজই ভরসা যাত্রীদের। কিন্তু রেলের ওভার ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার সময় ধরা পড়ে ব্রিজের উপর দিয়ে যেভাবে যাত্রী যাতায়াত করে তার লোড নেওয়ার ক্ষমতা নেই।
মেচেদা: বিপজ্জনক অবস্থায় রয়েছে ফুট ব্রিজ। স্বাস্থ্য পরীক্ষার সময় ধরা পড়ে ফাটল। আর তারপরই তড়িঘড়ি সিদ্ধান্ত নিল রেল দফতর। বড় দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হল মেচেদা স্টেশনের ফুট ব্রিজ। প্রায় এক কিলোমিটার ঘুরে যেতে হবে যাত্রীদের। ফলত, চরম বিপাকে নিত্যযাত্রীরা।
মেচেদা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভারব্রিজই ভরসা যাত্রীদের। কিন্তু রেলের ওভার ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার সময় ধরা পড়ে ব্রিজের উপর দিয়ে যেভাবে যাত্রী যাতায়াত করে তার লোড নেওয়ার ক্ষমতা নেই। যাত্রীরা যাওয়ার সময় কেঁপে উঠে ওভারব্রিজ। সেকারণে সোমবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয় রেল ব্রিজের কিছুটা অংশ।
ফলত, যাত্রীদের প্ল্যাটফর্ম থেকে মেচেদা স্ট্যান্ড পর্যন্ত যেতে হলে প্রায় এক কিলোমিটার ঘুরে যেতে হবে। আর এতেই যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। কারণ পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার এটি। বিভিন্ন জায়গার রোগি থেকে নিত্যযাত্রীদের মালপত্র নিয়ে যেতে হয় এই ব্রিজ থেকে। প্রায় এক কিলোমিটার ঘুর পথে যেতে হলে অনেকটা পথ অতিক্রম করতে হবে।
রেল সূত্রের খবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই ব্রিজ। তবে কবে চালু হবে তা নিয়ে এখনও সদুত্তর পাওয়া যায়নি রেল দফতর সূত্রে। রাম প্রসাদ দাস নামের এক নিত্যযাত্রী বলেন, “ফুটব্রিজ বন্ধ থাকায় যাতায়াতে অসুবিধা হচ্ছে। ১০ থেকে ১৫ মিনিট অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরতে হচ্ছে। নয়ত ট্রেন পাব না।”