Tapsh Mondal: ভাই তো ছিলই, ভাইয়ের শ্বশুরের নামে বিএড কলেজ! ফাঁস হচ্ছে তাপসেরও কীর্তি

Tapsh Mondal: তবে এই তাপস মণ্ডলই প্রথম রাজ্যে একাধিক বেসরকারি বিএড কলেজ তৈরি করেছেন। শুধু তাপস একা নন, তাঁর ভাই ও শ্বশুরের নামেও রয়েছে বিএড কলেজ।

Tapsh Mondal: ভাই তো ছিলই, ভাইয়ের শ্বশুরের নামে বিএড কলেজ! ফাঁস হচ্ছে তাপসেরও কীর্তি
তাপসের বানানো কলেজ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2023 | 2:45 PM

পূর্ব মেদিনীপুর: নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) গ্রেফতার হয়েছেন তাপস মণ্ডল (Tapash Mondal)।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মতে, তাপস মণ্ডলই গোটা দুর্নীতির মাস্টার মাইন্ড। কারণ মানিক ভট্টাচার্য তাঁকে ছাড়া কোনওভাবে দুর্নীতির জাল বিছোতে পারতেন না। এর আগে তাপস মণ্ডল ইডি ও সিবিআই আধিকারিকদের একাধিকবার জেরার মুখে পড়েছেন। তবে এই তাপস মণ্ডলই প্রথম রাজ্যে একাধিক বেসরকারি বিএড কলেজ তৈরি করেছেন। শুধু তাপস একা নন, তাঁর ভাই ও শ্বশুরের নামেও রয়েছে বিএড কলেজ।

স্থানীয় সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার আদি বাসিন্দা তাপস মণ্ডল। এখানে রাসবিহারী কলেজ নামে একটি বিএড কলেজ স্থাপন করেন তিনি। বর্তমানে সেটি দেখভাল করছেন তাপস মণ্ডলের ভাইয়ের শ্বশুর প্রভাকর জানা।

আরও একটি বিএড কলেজ তৈরি করেছেন পাঁশকুড়া থানার পাতাদা গ্রামে। কলেজটির নাম মিনারভা অ্যাকাডেমি। এই কলেজের দেখভালের দায়িত্বে রয়েছেন তাপস মণ্ডলের ভাই বিভাস মণ্ডল। এলাকাবাসীর বক্তব্য, তাপস খুব একটা যাতায়াত করতেন না এলাকায়।

কলেজের দায়িত্বে থাকা এক কর্মী বলেন, “তাপস মণ্ডল মাঝে মাঝে আসতেন এই কলেজে। উনি কলকাতায় বারাসত এলাকায় থাকেন বলে জানি। এই দুই কলেজ ওনার ভাই ও তাঁর শ্বশুরমশাইয়ের নামে। আজ খবরের কাগজ পড়ে জানতে পারলাম।” আরও এক ব্যক্তি বলেন, “ভাল লোক বলেই জানতাম। দেখা হত কথাও হত। মাঝেমধ্যে আসতেন এই গ্রামে। তবে আগের মতো এই গ্রামে থাকেন না। ওনার ভাই সহ পরিবার থাকেন এই গ্রামে। আজ শুনলাম উনি গ্রেফতার হয়েছেন।”

যদিও তাপস মণ্ডলের বাড়ির কারোও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরনো বাড়িতে তালা দেওয়া। প্রতিবেশীরা কিছু বলতে চাননি। স্থানীয় বাসিন্দারা জানান মনে হচ্ছে ওনারা পালিয়েছেন। কাল রাত্রে তো বাড়ি ছিল। তাপস গ্রেফতার হতে মনে হয় ওনারা ও গা ঢাকা দিয়েছে।