Digha: ভূতের রাজা, গুপি-বাঘাকে দেখতে চান? এই ছুটিতে তাহলে দিঘার প্ল্যানটা হয়েই যাক!

Digha: এই সংক্রান্ত বিষয়ে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক জানান, "পর্যটকদের কথা ভেবে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এলাকায় উন্নয়ন পরিষেবা তুলে ধারার চেষ্টা করা হচ্ছে। সত্যজিৎ রায়ের তৈরি করা বিভিন্ন ছবির কিছু চিত্র তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে। আগামী নতুন বছরে তা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।"

Digha: ভূতের রাজা, গুপি-বাঘাকে দেখতে চান? এই ছুটিতে তাহলে দিঘার প্ল্যানটা হয়েই যাক!
দিঘাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 11:12 AM

দিঘা: ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি কার্যত ছুটির মেজাজে থাকে বাঙালি। আর ছুটি মানেই ভ্রমণ পিপাসু বাঙালির কাছে দি-পু-দা অন্যতম। আর দি-পু-দা’র প্রথমে যার নামে আসে তা হল দিঘা। নতুন বছরে পূর্ব মেদিনীপুরের দিঘার পর্যটকদের একের পর এক উপহার তুলে দিতে চলেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। প্রমোদতরীর পর এবার দিঘার পর্যটকদের জন্য গড়ে তোলা হচ্ছে ‘সত্যজিৎ রায়’ পার্ক। ইতিমধ্যে ওল্ড দিঘার বিশ্ববাংলা -২ পার্কের কাছে সেজে উঠছে ‘সত্যজিৎ রায়’ পার্ক।

দিঘায় আগত পর্যটকদের বিনোদনের জন্য এই ধরনের পার্ক গড়ে তোলা হচ্ছে। ওল্ড দিঘার বিশ্ববাংলা -২ পার্কের কাছে সৈকতের পাশে এই পার্কটি গড়ে তোলা হচ্ছে। একদিকে সমুদ্রের ঢেউয়ের মজা অপর দিকে ‘গুপী-বাঘার’ সঙ্গে ‘হিরক রাজার দেশে’ ঘুরে বেড়ানোর আনন্দ তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে।

গড়ে তোলা হচ্ছে পার্ক

এই সংক্রান্ত বিষয়ে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক জানান, “পর্যটকদের কথা ভেবে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এলাকায় উন্নয়ন পরিষেবা তুলে ধারার চেষ্টা করা হচ্ছে। সত্যজিৎ রায়ের তৈরি করা বিভিন্ন ছবির কিছু চিত্র তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে। আগামী নতুন বছরে তা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।”

গড়ে তোলা হচ্ছে পার্ক

তিনি আরও জানিয়েছেন, “রাজ্য সরকার চাইছে, রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘাকে পর্যটক উপযোগী পরিবেশ গড়ে তোলার। ইতিমধ্যে ঝাঁ চকচকে রাস্তা, সাউন্ড সিসটেম, ডিজিটাল পরিষেবার পাশাপাশি পুরির আদলে জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে ২০২৪ পর্যটকদের সামনে এক গুচ্ছ উন্নয়ন মুলক পরিষেবা তুলে ধরা হচ্ছে।”