Drug Smuggling: ব্রাউন সুগার বেচে পুলিশের জালে ৭

Drug Smuggling: অভিযুক্তদের মধ্যে একজনের নাম মিরাজ আলি। কাঁথি শহরের পৌর এলাকার বাইপাসের অদূরে একটি গোপন ডেরায় ব্রাউন সুগারের কেনাবেচা চলছিল। খবর পেয়ে স্থানীয় ক্লাবের সদস্যরা অভিযুক্তদের ধরে ফেলে।

Drug Smuggling: ব্রাউন সুগার বেচে পুলিশের জালে ৭
পুলিশের জালে আটকImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 9:34 AM

কাঁথি: রমরমিয়ে চলছিল মাদক ব্যবসা। তবে পুলিশের কাছে সেই তথ্য পৌঁছনোর সঙ্গে-সঙ্গেও তা বানচান করলেন আধিকারিকরা। শুধু তাই নয়, পাকড়াও প্রায় সাতজন। ঘটনাস্থল মেদিনীপুরের কাঁথি।

অভিযুক্তদের মধ্যে একজনের নাম মিরাজ আলি। কাঁথি শহরের পৌর এলাকার বাইপাসের অদূরে একটি গোপন ডেরায় ব্রাউন সুগারের কেনাবেচা চলছিল। খবর পেয়ে স্থানীয় ক্লাবের সদস্যরা অভিযুক্তদের ধরে ফেলে। খবর পৌঁছয় কাঁথি থানার পুলিশের কাছে। পুলিশ এসে হাতেনাতে আটক করে সাতজন যুবককে। তবে কয়েকজন নাবালক পালিয়েও যায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিক্রেতা মিরাজ আলিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কাঁথি থানার পুলিশ।

এলাকার বাসিন্দা গৌরব খান বলেন, “এলাকার বাচ্চারা সবাই নষ্ট হয়ে যাচ্ছে। ওদের দিয়ে মাদক পাচার করায়। ওই ছেলেটার নাম মীরাজ। ওকেই পুলিশ ধরেছে।” এলাকার কাউন্সিলর নিত্যানন্দ মাইতি বলেন, “ঘটনাটা শুনলাম। ক্লাবের ছেলেরাই জানিয়েছে। তারাই খবর দিয়েছে পুলিশে। এই ভাবেই যদি সকলে সচেতন থাকেন তাহলে দুর্নীতি অবশ্যই বন্ধ হবে।”