Police injured in Khejuri: বোর্ড গঠনের আগে পরপর চলল গুলি, খেজুরিতে আহত ৮ পুলিশকর্মী

Police injured in Khejuri: খেজুরি দু নম্বর ব্লকের নিজ কসবা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। বাঁশ ও লাঠি নিয়ে রাস্তায় নামে দুপক্ষের লোকজন।

Police injured in Khejuri: বোর্ড গঠনের আগে পরপর চলল গুলি, খেজুরিতে আহত ৮ পুলিশকর্মী
উত্তপ্ত খেজুরিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 1:59 PM

খেজুরি: মনোনয়ন পর্ব, ভোটগ্রহণ, ফল প্রকাশের পর এবার বোর্ড গঠন। ফের চলল গুলি। ভরদুপুরে পরপর গুলির শব্দে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি। ঘটনায় ওসি সহ ৮ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারও হাতে লাঠি, কারও হাতে বাঁশ। একের পর এক গুলি ও বোমার শব্দে কেঁপে ওঠেন স্থানীয় বাসিন্দারা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে আহত হয় পুলিশ।

খেজুরি দু নম্বর ব্লকের নিজ কসবা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বৃহস্পতিবার সকাল থেকেই বোর্ড গঠন ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই পঞ্চায়েত এলাকায় বিজেপির হাতে রয়েছে ১৬টি ও তৃণমূলের হাতে রয়েছে ১২টি আসন। অভিযোগ ওঠে, তৃণমূলের জয়ী প্রার্থীদের পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হয়নি। দু পক্ষের খণ্ডযুদ্ধ শুরু হলে ঘটনাস্থলে যায় পুলিশ। ৮ পুলিশ কর্মী ছাড়াও দু পক্ষের আরও চারজন আহত হয়েছেন।

ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হন তালপাটি কোস্টাল থানার ওসি বুদ্ধদেব মাল, ভূপতিনগর সি আই সুবীর পাল। তাঁদের বাঁচাতে গেলে আহত হন আরও কয়েকজন পুলিশকর্মী। তাঁদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

শুধু খেজুরি নয়, রাজ্যের একাধিক জায়গায় বোর্ড গঠন নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার উত্তেজনার ছবি দেখা গিয়েছে হুগলির ফুরফুরা শরিফ, দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার, মালদহের গাজোলে দেখা গিয়েছে একই ছবি।