Panchayat Election Result 2023: লটারিতে জিতে পঞ্চায়েত দখল তৃণমূলের
Panchayat Election Result 2023: বুধবার পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক ২ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া ছিল। ওই পঞ্চায়েতের ১৬টি আসনে নির্বাচন হয়। তার মধ্যে ৭ আসনে তৃণমূল,বিজেপি ৪ আসনে, সিপিআইএম ১ আসনে, আইএসঅফ ১ আসন ও নির্দল ৩ টিতে জয় লাভ করে।
মেদিনীপুর: পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে জেলায়-জেলায় বিভিন্ন চিত্র। কোথাও জয়ী নির্দল প্রার্থী যোগ দিয়েছেন তৃণমূলে, কোথাও আবার দলবদল করে কেউ যোগ দিয়েছেন শাসকদলে। আর এবার লটারির মাধ্যমে ভাগ্য ফিরল তৃণমূলের। লটারিতে জয়ী হয়ে বল্লুক ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন তৃণমূলের কাজী রফিক আমেদ খান ও উপপ্রধান হলেন নয়ন কুমার মণ্ডল।
বুধবার পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক ২ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া ছিল। ওই পঞ্চায়েতের ১৬টি আসনে নির্বাচন হয়। তার মধ্যে ৭ আসনে তৃণমূল,বিজেপি ৪ আসনে, সিপিআইএম ১ আসনে, আইএসঅফ ১ আসন ও নির্দল ৩ টিতে জয় লাভ করে। এবার নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কু হওয়ায় বোর্ড গঠনের আগে পর্যন্ত চলছিল সিপিএম, আইএসএফ ও নির্দলের জয়ী প্রার্থীদের নিয়ে টানাপোড়ন।
শেষ পর্যন্ত দেখা যায় নির্দল জয়ী পার্থী নয়ন কুমার মণ্ডল যাকে নির্বাচনের আগে তৃণমূল বহিষ্কার করেছিল তাঁকে আবার দলে ফিরিয়ে নেয় তৃণমূল। অপরদিকে সিপিএম সহ অন্যান্য নির্দল প্রার্থীরা বিজেপি-কে সমর্থন করায় দুই পক্ষের মধ্যে সমান সমান হয়ে যায়।
এরপর বোর্ড গঠন প্রক্রিয়াতে প্রথমে ওই ১৬ জন প্রার্থীর মধ্যে প্রধান ও উপপ্রধান পদ নিয়ে ব্যালট ভোট করা হয়। সেখানেও উভয় পক্ষের মধ্যে সমান সমান ভোট পড়ে। এরপর সরকারি আধিকারিকরা তেরো বছরের এক নাবালক ও তেরো বছরের এক নাবালিকাকে নিয়ে গিয়ে লটারি করেন। আর সেই লটারিতে ভাগ্যের জেরে তৃণমূল প্রধান ও উপপ্রধান পদ লাভ করে । এবং সম্পূর্ণ বোর্ড তৃণমূলের দখলে চলে যায়।
অপরদিকে, ভাগ্যের কাছে হার মেনে বাড়ি ফিরতে হয় বিজেপি সহ অন্যান্য নির্দল প্রার্থীদেরকে। প্রধান হন কাজী রফিক আমেদ খান এবং উপপ্রধান হয় নয়ন কুমার মণ্ডল।